একান্ত রাম ভক্ত জব্বলপুরের ঊর্মিলা দেবী। রাম মন্দির না হওয়া পর্যন্ত করে যাবেন উপোবাস। এই ছিল সংকল্প। যা পূর্ণ হতে চলেছে এই ৫ আগস্ট। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো হওয়ার পরেই ভাঙবেন উপবাস। গত ২৭ বছর, ১৯৯২ সাল থেকে তিনি উপবাসী। বয়স এখন ৮৭। ঊর্মিলা দেবীর মতোই এখন অপেক্ষায় বহু ভারতীয় ।অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই আগস্ট রাম মন্দিরের শিলন্যাস করবেন আর ঊর্মিলা দেবী সেদিন নিজের ঘরে বসে রাম নাম জপ করবেন। উনি অযোধ্যায় রামলালার দর্শনের পরেই অন্ন গ্রহণ করতে চান। ওনার পরিবারের সবাই ওনাকে বুঝিয়েছেন যে, করোনার কারণে শুধুমাত্র আমন্ত্রিতরাই সেখানে উপস্থিত থাকতে পারবেন। কিন্তুসেটা শুনেও তিনি মানতে রাজি নন। তিনি রামলালার দর্শন না করে অন্ন গ্রহণ করবেনই না।