নিউজশর্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ার(Social Media) দৌলতে এখন রাতারাতি সেলিব্রেটি হয়ে যাচ্ছেন যে কেউ। বলতে গেলে রাতারাতি ভাইরাল হয়েছেন এমন বহু মানুষ রয়েছে। ঠিক যেমন অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিরাট জনপ্রিয়তা পেয়েছে নন্দিনী গাঙ্গুলী(Nandini Ganguly)। তার ভালো নাম মমতা হলেও এখন তিনি ‘স্মার্ট দিদি ‘নন্দিনী(Smart Didi Nandini) নামে পরিচিত। ডালহৌসিতে ভাতের হোটেল চালানো নন্দিনীদি হঠাৎ করেই ইউটিউবের দৌলাতে ভাইরাল হয়ে গিয়েছেন।
তাকে নিয়ে এখন সমস্ত ইউটিউবারদের মধ্যে ভিডিও করার প্রতিযোগিতা শুরু হয়েছে। এবার শনিবার লাইভে এসে বিরাট রহস্য প্রকাশ করলেন নন্দিনী। তার সেই কথা শুনে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে সিনেমায় ডেবিউ করতে চলেছেন নন্দিনী! এদিন সোশ্যাল মিডিয়াতে রাজা সাহার সঙ্গে লাইভে আসেন তিনি। প্রথমে তার হাতে থাকা একগুচ্ছ কাগজ দেখান। এরপরই নন্দিনী বলেন, ‘আজ একটা চরিত্রের কথা বলব। নন্দিনী নয়, সেটা নিলাক্ষী।’
এরপরে রাজা বলেন, ‘নীলাক্ষী এমন একটা মেয়ে, যে ভীষণ সুন্দর, আকর্ষণীয়, ক্রিয়েটিভ। সে লিখতে ভালোবাসে। সত্যিটা কে তুলে ধরতে ভালোবাসে নিজের লেখার মধ্য দিয়ে’। এরপরে তিনি ব্যোমকেশের অজিত এবং ফেলুদার জটায়ুর সঙ্গেও তুলনা শুরু করে নিলাক্ষীর। এরপরই নন্দিনী তার লাইভে আরো বলেন যে ‘কিছু সত্য বাইরে আসা। কিছু সত্য নিজের মধ্যে আটকে রাখা। সম্পর্কের দাম। একটা সম্পর্কের কী মর্ম হতে পারে কোনও পরিবারের কাছে, সেটা নিয়েই নিলাক্ষীর গল্প।’
View this post on Instagram
অর্থাৎ তাদের কথোপকথনে বোঝা যাচ্ছে যে কোন সিনেমা আসতে চলেছে। যদিও এই বিষয়ে পরিষ্কার করে দুজনের কেউই কোন কিছু বলেনি। নীলাক্ষির চরিত্রে কাকে দেখা যাবে সে বিষয়ে জানা যায়নি। এটা সিনেমা নাকি ওয়েব সিরিজ সেই নিয়েও প্রশ্ন রয়েছে। এরপরে তারা জানিয়েছেন যে এই রহস্য থেকে ধীরে ধীরে সব পর্দা উঠবে তাই এই প্রোজেক্টে নন্দিনীর কি ভূমিকা সে সম্পর্কে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, এই মুহূর্তে ইউটিউবে তাকে নিয়ে জনপ্রিয়তা চললেও একসময় ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। এরপরে ব্যাঙ্গালুরুতে একটি হোটেলে চাকরি করতেন। সেখান থেকে মা-বাবার স্বপ্ন পূরণ করতে কলকাতায় চলে আসেন। ডালহৌসিতে পাইস হোটেলের বেশিরভাগ কাজের দায়িত্ব নিজের হাতে তুলে নেন তিনি। ভালো টাকার স্যালারির চাকরি ছেড়ে এই হোটেলে রান্না করা, খেতে দেওয়া, ক্যাশ সামলানো সমস্ত কিছুই দেখার দায়িত্ব রয়েছে নন্দিনীর উপরে। এরপরে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সম্প্রতি ইউটিউবারকে জানিয়েছেন যে তার আরও দুটি পাইস হোটেল খোলার ইচ্ছা রয়েছে। একটা নিউটাউনে এবং অপরটি উত্তর কলকাতায়। পুরুষদের মনে এখন নন্দিনীকে নিয়ে হাজার স্বপ্ন হলেও চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।