নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) সবথেকে জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa)। দর্শকদের মধ্যে এই ধারাবাহিক নিয়ে একটা আলাদা উত্তেজনা থাকে। যত দিন যাচ্ছে তত এই ধারাবাহিকের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেক পর্বেই দর্শকদের মন জয় করার জন্য টানটান উত্তেজনা রাখছেন নির্মাতারা। আর তাই প্রতিদিন টিভির সামনে এই সিরিয়াল দেখতে বসে পড়েন দর্শকেরা। এখানে নায়ক এবং নায়িকা ছাড়াও খলনায়িকা মিশকাকে বেশ পছন্দ করেন দর্শকেরা।
এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা জানেন, তবলার সাহায্য নিয়ে মিশকার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে উঠে পড়ে লেগেছে দীপা। সে বুঝতে পেরে গিয়েছে যদি কিছু প্রমাণ পাওয়ার থাকে তাহলে সেটা মিশকার বাড়িতেই পাওয়া যাবে। তাই দীপা এবং তবলা মিশকার বাড়িতে পৌঁছে গিয়েছে। সেখানে গিয়ে দরজা বন্ধ থাকায় পেছনের জানলা দিয়ে তারা বাড়িতে প্রবেশ করে। তবে দূর থেকে বুড়ির ছদ্মবেশে মিশকা সমস্ত কিছু দেখে বিপদ বুঝে কায়দা করে পুলিশকে খবর দিয়ে দেয়।
এরপরে মিশকার ঘরে ঢুকে মাটিতে রক্তের দাগ, ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র সবই দেখতে পায় দীপা এবং তারা বুঝতে পারে যে এই জানলা দিয়ে মিশকা পালিয়ে গিয়েছিল। আর রক্তের দাগটা পরে লাগানো হয়েছে। তখন আরও কিছু প্রমাণ করার আগে সেখানে পুলিশ চলে আসে। তাই পুলিশ আসতে দেখে জানলা দিয়ে বেরিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পরে দীপা এবং তবলা। কিন্তু পুলিশ এদিক সেদিক খুঁজেও কাউকে কোথাও পায় না।
তবে অফিসারের চোখে পড়ে দীপার শাড়ির ছেঁড়া টুকরোটা। তক্ষুনি পুলিশ দীপাকে ভিডিও কল করে। কিন্তু ততক্ষনে দীপা তার আগেই দোকানে গিয়ে নতুন শাড়ি পরে নেওয়াতে সেই যাত্রায় বেঁচে যায়। একদিকে এই টানটান পর্ব দেখানোর পাশাপাশি অন্যদিকে রুপার ভালোবাসায় শুধরে যেতে শুরু করে রত্না। সে প্রথমবার দীপার জন্য পুজো দিতে যায়।
সেখানে এক মহিলা তান্ত্রিকের বেশি মিশকা ছিল, কিন্তু রত্না তাকে চিনতে পারে না। সেই মহিলা তান্ত্রিকের বেশে মিশকা দীপাকে এনে এই মন্দিরে পুজো দেবার কথা বলে। এবার এই পুজো দিতে আসার সময় বিপদের মুখে পড়বে দীপা? মিশকার নতুন ষড়যন্ত্রে কিভাবে বাঁচবে দীপা? তা জানার জন্য দর্শকদের আগামী পর্বগুলো অবশ্যই দেখতে হবে।