নিউজশর্ট ডেস্কঃ প্রত্যেক পিতামাতা চান তার সন্তানকে সুন্দর জীবন উপহার দিতে। কন্যাসন্তান(Daughter) হলে তাদের জন্য বেশ কিছু অর্থ সঞ্চয় করে রাখতে চান সকলে। আজকের এই প্রতিবেদনে কন্যা সন্তানদের জন্য একটি স্কিমের আলোচনা করা হবে। এটি চালু করেছে এলআইসি(LIC)। যার নাম ‘এলআইসি কন্যাদান পলিসি'(LIC Kanyadan Policy)। এই স্কিমের প্রধান লক্ষ্য হলো কন্যা সন্তানদের শিক্ষা এবং বিবাহের খরচ মেটানো।
এই পলিসির মেয়াদ ২৫ বছর। আর সর্বনিম্ন মেয়াদ রয়েছে ১৩ বছর। এই পলিসি পিতাকেই চালাতে হবে। তাই সন্তানের পিতার বয়স ১৮ থেকে ৫০ এর মধ্যে হতে হবে। এক্ষেত্রে পিতার মৃত্যুর পর যাবতীয় সুযোগ-সুবিধা কন্যা পাবে।
কি কি বৈশিষ্ট্য রয়েছে এই কন্যাদান পলিসির?
১) পিতার মৃত্যু হলে এক্ষেত্রে কোন প্রিমিয়াম দেওয়ার প্রয়োজন নেই।
২) দুর্ঘটনাজনিত মৃত্যু হলে অবিলম্বে ১০ লাখ টাকা দেওয়া হবে।
৩) অ-দুর্ঘটনা জনিত মৃত্যুর ক্ষেত্রে ৫ লাখ টাকা দেওয়া হবে।
৪) ম্যাচুরিটি পর্যন্ত প্রত্যেক বছর ৫০০০০ টাকা করে মিলবে।
৫) এখানে প্রতিদিন ৭৫ টাকা করে দিলেই মেয়ের বিয়ের সময় হাতে আসবে সাড়ে ১৪ লাখ টাকা।
৬) আর যদি আপনি প্রতিদিন ১৫১ টাকা করে সঞ্চয় করেন তাহলে ম্যাচুরিটিতে মিলবে ৩১ লাখ টাকা পর্যন্ত।
কিভাবে এই স্কিমে অর্থ বিনিয়োগ করবেন?
১) এনআরআই সহ যে কোন ভারতীয় কন্যা সন্তান বিবাহের জন্য এই স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন।
২) যেকোনো পোস্ট অফিস বা ব্যাংক থেকে এই স্কিমের জন্য একাউন্ট খুলতে পারেন।
৩) তবে মনে রাখবেন একটি কন্যা সন্তানের নামে দুটো অ্যাকাউন্ট খোলা যাবে না।
৫) কন্যার বয়স ১৮ বছর হলে উচ্চশিক্ষার জন্য সর্বাধিক ৫০% অর্থ উত্তোলন করা যাবে।
৬) এক্ষেত্রে কন্যার বয়স ১০ বছর হওয়ার আগে অ্যাকাউন্ট খুলতে হবে।
৭) অ্যাকাউন্ট খোলার সময় জন্মের শংসাপত্র কন্যা এবং অভিভাবকের ঠিকানা, পরিচয় প্রমাণপত্র ইত্যাদি নথি জমা দিতে হবে।
৮) আর এই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট দেশের মধ্যে যে কোন জায়গায় স্থানান্তর করা যাবে।
৯) সর্বনিম্ন ২৫০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায়।
১০) এক্ষেত্রে কন্যা সন্তানের মৃত্যু হলে মৃত্যু শংসাপত্র দেখিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে নিতে পারেন। জমা অর্থ সহ অভিভাবককে দেওয়া হবে।
আর কন্যার কোন প্রানঘাতি রোগ থাকলে সেক্ষেত্রে পাঁচ বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে।
১১) এই পলিসি সম্পূর্ণভাবে কর মুক্ত।
শিক্ষা ফি: মেয়ের বয়স ১৬ বছর হলে বার্ষিক ৫০ লক্ষ টাকা করে দেয়া হবে ২৬ বছর বয়স পর্যন্ত।
পেনশন: আর মেয়ের বয়স ২৬ হলে প্রতি মাসে ৪৫ হাজার টাকা করে আজীবন পেনশন দেওয়া হবে। এই যোজনার সঙ্গে এক কোটি টাকার আজীবন ইন্সুরেন্স প্ল্যান কভারের একটি অ্যাড অন করা আছে।