নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa) ধারাবাহিকে এখন ধামাকাদার পর্ব চলছে। প্রত্যেক পর্বে নিত্যনতুন চমক আনছে নির্মাতারা। সবথেকে বেশি চমক দিচ্ছে এই সিরিয়ালের খলনায়িকা মিশকা। এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা জানেন যে মিশকার ষড়যন্ত্রে জেলের ঘানি টানছে সূর্য। আর সূর্যকে নিজের করতে না পেরে তাকে মারার পরিকল্পনাও করেছে মিশকা।
এরপরে দেখানো হবে যে সূর্যকে ফোন করবে মিশকা এবং সে নানারকম ভাবে সূর্যকে ভয় দেখিয়ে তাকে বলবে যে সূর্যের হাতে আর বেশি সময় নেই সে যেন তাড়াতাড়ি তার সিদ্ধান্ত জানায়। সে সময় সূর্যের সামনেই দাঁড়িয়েছিল দীপা, সে তখন বুঝতে পেরেছিল নিশ্চয়ই তার এমন কিছু হয়েছে যার জন্য ডাক্তার বাবু উত্তেজিত হয়ে পড়েছেন। এরপরই সেখান থেকে বেরিয়ে যায় দীপা। আর সেখান থেকে বেরোতেই রিসেপশনে তার সঙ্গে দেখা হয় মিশকার।
দীপা তাকে বলে যে কোর্টে গিয়ে সমস্ত সত্যিটা স্বীকার করতে হবে। কিন্তু মিশকা তখন তাকে চালাকি করে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু দীপা হাল ছাড়ার পাত্রী নয়। সে তবলার সাহায্যে অটোতে করে তাকে ফলো করতে থাকে। মিশতা তাদের চোখে ধুলো দিয়ে নানা রকমের ফন্দি করে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করতে থাকে। অবশেষে মিশকার সামনে চলে আসে দীপা আর তখনই কোন উপায় না পেয়ে দীপার মাথায় বন্দুক তাক করে সে।
আর বলে যে দীপা যদি এখন তার কথা না শোনে তাহলে এখনি তাদের সকলকে শেষ করে দেবে। এরপরেই দেখানো হবে তবলার অটো করে দীপাকে নিয়ে কোথাও চলে যায় মিশকা। ঐদিকে বাবা-মায়ের জন্য ভগবানের কাছে কাঁদতে থাকে ছোট্ট সোনা এবং রুপা। এরপরে আদালতে নিয়ে যাওয়া হয় সূর্যকে। দোষ না করেও অপরাধীর মতো কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকতে হয় তাকে। আবার অন্যদিকে মিশকার কথাগুলো মাথায় ঘুরতে থাকে। দীপা কি সূর্যকে নির্দোষ প্রমাণ করতে পারবে?এই প্রশ্নের উত্তর জানার জন্য আজকের পর্ব অবশ্যই দেখতে হবে দর্শকদের।