নিউজশর্ট ডেস্কঃ ভারত (India) তথা এশিয়ার সবচেয়ে ধনী মানুষ হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বাবা ধীরুভাই আম্বানির প্রতিষ্ঠিত রিলায়েন্স (Relience) ইন্ডাস্ট্রিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন তিনি। আজ বিশ্বের সেরা ধনীদের সাথে তার নাম উচ্চারিত হয়। মুকেশ আম্বানির ব্যবসার পেছনে তার তিন ছেলেমেয়ে ইশা আম্বানি (Isha Ambani), আকাশ আম্বানি (Akash Ambani) এবং অনন্ত আম্বানি (Anant Ambani)-র অবদানও কম নয়।
মুকেশ জায়া নীতা আম্বানি (Nita Ambani) এমন একজন মহিলা যিনি নিজের শখ পূরণের জন্য যে কোন পর্যায়ে যেতে পারেন। এই পরিবারের সবচেয়ে শৌখিন মানুষ বলা হয় তাকে। নীতা আম্বানি এমন একজন মানুষ যিনি কেবলমাত্র নিজের শখ পূরণ করতে কোটি কোটি টাকা খরচ করেন। তবে জানেন কি মুকেশ আম্বানির স্ত্রী নীতাও একজন বড় ব্যবসায়ী?
ধীরুভাই আম্বানির নামে প্রতিষ্ঠিত ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল (Dhirubhai Ambani International School) দায়িত্ব রয়েছেন তিনি। দেশ-বিদেশের বহু পড়ুয়া ভারতের এই স্কুলে পড়াশোনা করতে আসেন। এই পুরো স্কুলের দায়িত্ব রয়েছে নীতা আম্বানির উপর। আর এই জন্য মোটা অঙ্কের টাকা পারিশ্রমিকও নেন তিনি। এটা তো জানেনই যে, এই স্কুলের বার্ষিক ফি অনেক বেশি।
এখানে যারা পড়তে গেলে ৯-১০ লক্ষ টাকারও বেশি খরচ হয় তার। সেইরকম সুযোগ সুবিধাও রয়েছে এই স্কুলে। এই স্কুলের কর্মচারী ও মালিক পক্ষের বেতনও যে আকাশছোঁয়া হবে সেকথা বলাই বাহুল্য। এমতাবস্থায় নীতা আম্বানির বেতন সম্পর্কে এক তথ্য ফাঁস হয়েছে। আর যে পরিসংখ্যানটা সামনে এসেছে তা সত্যিই চমকে দেওয়ার মত।
২০২১-২০২২ অর্থবছরে নীতা আম্বানি ৫ লক্ষ টাকা বৈঠক শুল্ক হিসেবে পেয়েছেন। এবং কমিশন হিসেবে তার প্রাপ্তি প্রায় ২ কোটি টাকা। এদিকে ২০২০-২১ অর্থবছরে নীতার উপার্জন ছিল ৮ লক্ষ টাকা। সেইসময় তিনি কমিশন পেয়েছিলেন ১.৬৫ কোটি টাকা। তবে কেবল নীতা আম্বানিই নয় মুকেশ আম্বানির বেতনও জানা গেছে। জানা গেছে ২০০৮-০৯ অর্থ বছরে মুকেশ ১৫ কোটি টাকা পেয়েছিলেন।
জানা গেছে গত ১০ বছর ধরে একই বেতন রয়েছে মুকেশ আম্বানির। গত বছর তার খুড়তুতো ভাই নিখিল এবং হিতল মেসওয়ানিকে ২৪ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিল। এমনকি কোম্পানির দুজন সিইও পবন কুমার কপিল এবং পি এম এস প্রসাদের পারিশ্রমিক হল ১১.৮৯ কোটি এবং ১১.৯৯ কোটি টাকা। জানা গেছে গত বছরের চেয়ে পারিশ্রমিক কমেছে তাদের।