নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে স্টার জলসার(Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa) ধারাবাহিকে একটার পর একটা ধামাকাদার পর্ব চলছে। প্রত্যেক পর্বেই এত সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে টিভির সামনে থেকে সরতে পারছেন না দর্শকেরা। তাইতো বিগত সপ্তাহগুলির মত চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় সেরার সেরা জায়গা দখল করেছে এই মেগা সিরিয়াল।
এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা জানেন যে মিশকার চক্রান্তে জেল খাটছিল সূর্য। যদিও দীপা কথা দিয়েছিল যে দেবীপক্ষের আগে সূর্যকে নির্দোষ প্রমাণ করবে। আর গত পর্বে দেখানো হয়েছে দীপা তার কথা রেখেছে। কোর্টে এসে সমস্ত সত্যি স্বীকার করে নিয়েছে মিশকা। আর যার জন্য তার কারাদন্ডে দণ্ডিত হওয়ার শাস্তি দেওয়া হয়েছে।
যদিও মিশকা তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে জানিয়ে দিয়েছে মিশকা আবার সূর্যের জীবনে ফিরে আসবে। ঐদিকে বাবা বাড়িতে ফিরে আসবে জেনে সোনা এবং রুপা ব্যান্ডপার্টি নিয়ে নাচানাচি শুরু করে দেয়। সূর্য এবং দীপাকে বাড়িতে আনা হয়। আর বাড়িতে এনে সূর্যের বাবা প্রবীর সবাইকে বলে যে এইবার বাড়িতে দূর্গাপুজো হবে।
এদিকে আজকের এপিসোডে দেখানো হবে, বহুবছর পর একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাবে দুজনে। সূর্য-দীপাকে নিয়ে বাইরে ঘুরতে বেরোয় কিন্তু মাঝরাস্তায় দাঁড় করিয়ে আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম খায় দুজনে। ডাক্তারবাবুকে পুরনো রূপে ফিরে পেয়ে খুব খুশি হয়ে যায় দীপা। বহুদিন পর দুজনে মিলে শান্তিতে কিছুটা সময় কাটায়। তবে তাদের এই শান্তি কতদিন থাকবে সেটা বোঝা যাবে আগামী পর্বগুলোতে।