নিউজশর্ট ডেস্কঃ বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায়(TRP List) একচেটিয়া রাজত্ব করে চলেছে স্টার জলসার(Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa)। এই মুহূর্তে এখনো পর্যন্ত কোন সিরিয়াল এই অনুরাগের ছোঁয়ার জায়গা নিতে পারেনি। এখানে সূর্য-দীপার অসাধারণ কেমিস্ট্রি থেকে ছোট্ট সোনা রুপার খুনসুটি এবং খলনায়িকা মিশকার দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের।
এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হয়েছে নিয়ে নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরেছে সূর্য। আর তারপরে দুর্গাপূজার অনুষ্ঠানে মেতে উঠেছে গোটা সেনগুপ্ত পরিবার। অন্যদিকে জেলে রয়েছে মিশকা, কিন্তু জেলে থেকেও একটার পর একটা প্ল্যান কষেই চলেছে সে। এই ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে, এবার মা দুর্গার বিদায়ের সময়ে প্রত্যেকেই যখন মাকে বরণ করছে ঠিক তখন দীপাকে সূর্য সিঁদুর পরিয়ে দিতে যাবে। সেই সময়ই হসপিটাল থেকে তার একটি ফোন আসবে।
আর হসপিটালের ফোন পেয়ে তাড়াহুড়ো করে হসপিটালে পৌঁছে সূর্য জানতে পারবে সেই পেশেন্ট হল মিশকা। এরপর সমস্ত রিপোর্ট দেখে এবং মিশকার কথা শুনে সূর্য বুঝতে পারবে যে সবটাই নাটক। এরপরই হাসপাতালে পৌঁছে যাবে লাবণ্য। সেখানে গিয়ে বলবে যে সন্তান যেভাবে আসুক না কেন যেহেতু সন্তানটা সেনগুপ্ত পরিবারের তাই তাকে সূর্যকে মেনে নিতে হবে। মায়ের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় সূর্য।
সে এখন লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছে। ঐদিকে হাসপাতালে মিশকার কথা শুনে তেলেবেগুনে জ্বলে উঠবে সূর্য। ঐদিকে মিথ্যে নাটক করতে করতে সত্যি অসুস্থ হয়ে পড়বে মিশকা। সন্তানের বাবা হিসেবে বন্ডে সই করার কথা সূর্যের। আর সেই সইটা তাকে করতে বলে দেয় লাবণ্য। তখন সূর্যের মনে হতে থাকে সে এবার সত্যি হেরে গেছে। অন্যদিকে মিশকা ভাবতে থাকে এই সন্তানটাকে বাঁচিয়ে রাখতে হবে। এই সন্তান হল সূর্যকে কাছে পাওয়ার একমাত্র সুযোগ।