পুজোর পরেই বড়োসড়ো ধামাকা, একটি-দুটি নয়, ৮ টি নতুন সিরিয়াল আনছে Star Jalsha

নিউজশর্ট ডেস্কঃ উৎসবের মরশুমেই বড় সুখবর শোনালো Star Jalsha। একটি নয়, দুটি নয় এবারে একসাথে আট-আটটি নতুন সিরিয়ালের(Bangla Serial) ঘোষণা চ্যানেল কতৃপক্ষের। আসলে জি বাংলা(Zee Bangla) ও স্টার জলসা(Star Jalsa) মানেই সিরিয়ালের আঁতুরঘর। আরো ভালোভাবে বললে জনপ্রিয় সিরিয়ালের একমাত্র ঠিকানা। এই চ্যানেলগুলোতে উপস্থাপন করা হয় নানান ভিন্ন ভিন্ন স্বাদের ধারাবাহিক।

তবে বর্তমান সময়ে বেশি দিন TRP লিস্টে নিচের দিকে থাকলেই বন্ধ করে দেওয়া হয় একটি ধারাবাহিক। তার বদলে আনা হয় নতুন স্বাদের, নতুন নতুন ধারাবাহিক। আর এতে ফলও মেলে ভালো, দেখা যায় বৃদ্ধি পাচ্ছে চ্যানেলের TRP রেটিং। সেই কারনেই এবারে নতুন আট-আটটি সিরিয়াল আনছে Star Jalsha।

ইতিমধ্যেই এই নতুন সিরিয়ালগুলির কিছু প্রমোও দেখানো হয়েছে টিভিতে। সেগুলি হল ‘গীতা এল এল বি'(Geeta LLB) এবং ‘তুমি আশে পাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle)। এই ‘তুমি আসে পাশে থাকলে’তে অভিনেতা হিসেবে দেখা যাবে রোহন ভট্টাচার্য ও ছোটপর্দার নতুন মুখ অঙ্গনা রায়কে। অন্যদিকে ‘গীতা এল এল বি’র নায়িকা হিসেবে থাকছেন হিয়া মুখোপাধ্যায় তবে নায়ক হিসেবে কারোর নাম স্পষ্ট না করলেও, উঠে এসেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের প্রধান এক অভিনেতার নাম।

এই দুটি ছাড়াও আসতে চলেছে আরও নানান নতুন সিরিয়াল। জানা গেছে, ভেঙ্কটেশ ফ্লিমস, ব্লুজ প্রোডাকশন, মিসিং স্ক্রু, টেন্ট’এর তরফ থেকে আসতে চলছে নতুন নতুন সিরিয়াল। এছাড়াও এক্রোপলিশ প্রোডাকশন স্টার জলসার পর্দায় আনছে নতুন ধারাবাহিক। এই প্রোডাকশন হাউসের দুটি ধারাবাহিক এখনও সম্প্রচারিত হচ্ছে। সেগুলি হলো, তুঁতে, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। এছাড়াও ম্যাজিক মোমেন্টস, সুব্রত রায় এবং ক্রেজি আইটেল প্রোডাকশন হাউসের তরফেও আনা হচ্ছে আরও  নতুন নতুন সিরিয়াল। হিসেব করে দেখা যাচ্ছে, মোট আটটি সিরিয়াল স্টার জলসার পর্দায় আসতে চলেছে।

তবে নতুনের আগমন মানেই পুরাতনের গমন। আর ঠিক সেই কারনেই একদিকে যখন এত সব নতুন ধারাবাহিক আসছে ঠিক তখনই বন্ধ হয়ে যেতে চলেছে বেশ কিছু ধারাবাহিক। শোনা যাচ্ছে বাংলা মিডিয়াম, তুঁতে, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, গাঁটছড়ার মতন সিরিয়ালগুলি শীঘ্রই শেষ হতে চলেছে। এর কারন এদের টিআরপি একদম তলানিতে গিয়ে ঠেকেছে। তাই মনে করা হচ্ছে এর মধ্যে বেশ কিছু ধারাবাহিক শেষ করে দেওয়া হবে পুজোর পর। আর তার জায়গায় আসবে নতুন ধারাবাহিক।

Papiya Paul

X