নিউজশর্ট ডেস্কঃ টিভি খুললেই এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে জায়গা দেওয়ার নিয়মে এই একটা সিরিয়াল শেষ হতে না হতেই জায়গা নিচ্ছে নতুন সিরিয়াল। তাই এখনকার দিনের বাংলা সিরিয়ালগুলি টেনে টেনে ইলাস্টিকের মতো বড় করা হয় না। বরং নির্দিষ্ট সময়েই তা শেষ হয়ে যাচ্ছে। দিনের শেষে সিরিয়াল মানেই ব্যবসা। আর সিরিয়ালের জগতে শেষ কথা বলে টিআরপি (TRP)।
তাই টিআরপি তালিকার পিছিয়ে পড়লই যে কোন সময়েই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় সিরিয়ালগুলিও। এটাই এখনকার বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড। এই ট্রেন্ডে গা ভাসিয়েই, কোন সিরিয়াল মাত্র তিন মাসে আবার কোনটা মাত্র ছয় মাসেই শেষ হয়ে যাচ্ছে। জি বাংলা হোক বা স্টার জলসা প্রত্যেকটি বিনোদনমূলক চ্যানেলেই ছবিটা একই। তবে এবার জি বাংলা কিংবা স্টার জলসা নয় শেষের মুখে সান বাংলার (Sun Bangla) একটি জনপ্রিয় বাংলা সিরিয়াল।
আর এই খবর কানে আসতেই বেজায় মন খারাপ বাংলা সিরিয়ালের দর্শকদের। এই মুহূর্তে সান বাংলার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল হল ‘আলোর ঠিকানা'(Alor Thikana)। এই ধারাবাহিকে প্রধান নায়িকা আলোর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী দেবাদৃতা বসুকে(Debadrita Basu)। টেলিভিশনের পর্দায় গত বছরের সেপ্টেম্বর থেকে সম্প্রচার শুরু হয়েছিল এই বাংলা সিরিয়ালের। নারী কেন্দ্রিক এই জনপ্রিয় বাংলা সিরিয়ালের গল্প তৈরি হয়েছে একটি মিষ্টি মেয়েকে ঘিরে।
যার নাম আলো। এই আলোকে তার বাবা পড়াশোনায় সবসময় সেরা দেখতে চাইতো। মেয়েও বাবার কথা শুনে পড়াশোনা করে অনেক পুরস্কার পেয়েছে। কিন্তু হঠাৎ করে বিয়ে হতেই তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রেই সে পাশে পায় তার স্বামী অভিজিৎকে। এই সিরিয়ালের দর্শকদের কাছে পর্দার আলো আর অভিজিতের জুটিটাও বেশ জনপ্রিয়।
ধারাবাহিকে দেবাদৃতার বিপরীতে অভিজিৎ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্য।তাদের জুটিটাকে খুব ভালোবাসেন দর্শকরা। তাই শুধুমাত্র টিআরপির অভাবে এত সুন্দর একটি সিরিয়াল মাঝপথে শেষ হয়ে যাওয়ায় তা কিছুতেই মানতে পারছেন না দর্শকরা। তবে দর্শকদের ভালো করতেও রয়েছে দারুন একটি সুখবর।
জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ছোট পর্দার এই আলো অভিনেত্রী দেবাদৃতা ফিরতে চলেছেন আরও একটি নতুন সিরিয়ালে। টেলিপাড়া সূত্রে খবর জি বাংলায় আসছে আরও একটি নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকেই নায়িকার চরিত্রে দেখা যেতে পারে জি বাংলার ঘরের মেয়ে অর্থাৎ ‘জয়ী’ কিংবা ‘আলোছায়া’ অভিনেত্রী দেবাদৃতা বসুকেই।