শীতে বয়স্ক বাবা-মাকে নিয়ে বেড়াতে যাচ্ছেন! এই ৩ টি অফবিট জায়গায় গেলে বারবার যেতে মন চাইবে

নিউজশর্ট ডেস্কঃ ঘুরতে(Travel) যেতে ভালোবাসেন না , এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আবার কিছু কিছু মানুষ আছেন, যারা সারা বছর জুড়েই কোথাও না কোথাও ঘুরতে চলে যান। তবে নিজেরা ঘুরতে গেলেও বাড়ির বয়স্ক লোকদের ঘুরতে নিয়ে যাওয়া হয় না। এর কারণ বয়স্ক মানুষকে নিয়ে রাস্তায় বেরোতে অনেকেই রিস্ক পান না। আবার বয়স্ক মানুষদের পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া যায় না।

জঙ্গলেও  অনেকের যেতে ভয় লাগে। সামুদ্রিক এলাকা অনেকের স্বাস্থ্যের জন্য উপযুক্ত নয় তাই বয়স্ক মানুষদের নিয়ে ঘুরতে যাবার জন্য ভারতের ধর্মীয় স্থানগুলোই সব থেকে বেশি উপযুক্ত। এই প্রতিবেদনে বয়স্ক বাবা-মাকে নিয়ে বেড়াতে যাবার জন্য কিছু সুন্দর এবং অফবিট লোকেশনের(Offbeat Location) সম্পর্কে আপনাদেরকে জানাবো।

১) হাম্পি – বাবা-মাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য অন্যতম জনপ্রিয় জায়গা কর্নাটকের হাম্পি। তুঙ্গভদ্রা নদীর তীরে প্রায় ১৬ বর্গমাইল অঞ্চল জুড়ে এই জায়গার ধ্বংসাবশেষ রয়েছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে হাম্পিকে নির্বাচিত করা হয়েছে। এখানে এলে বিরুপাক্ষ মন্দির অবশ্যই ঘুরে দেখুন। বেলুড়, হালেবিদ এবং সোমনাথপুরার মন্দির যেতে ভুলবেন না।

২) কুর্গ – আপনি যদি চারিদিকে সবুজের মাঝে নিজের বাবা-মায়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চান তাহলে অবশ্যই চলে যান দক্ষিণ ভারতের স্কটল্যান্ড নামে পরিচিত কুর্গ-এ। এখানকার মনোরম পরিবেশ প্রত্যেকের মন জয় করে নেবে। এছাড়া এখানে জলপ্রপাতগুলো দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। আপনার বাবা-মায়ের বয়স ৬০ পেরিয়ে গেলেও এখানে যেতে খুব একটা অসুবিধা হবে না। আপনি বিমানে চেপে যেতে হলে আপনাকে নামতে হবে ম্যাঙ্গালোর বিমানবন্দরে। সেখান থেকে সড়ক পথে ১৩৬ কিলোমিটার রাস্তা পেরোলেই পৌঁছে যাওয়া যাবে। এছাড়া ট্রেনে গেলে হাওড়া থেকে ট্রেন ধরে মাইসোর যেতে হবে। সেখান থেকে গাড়ি করে পৌঁছে যাবেন কুর্গ।

৩) বেনারস – বয়স্ক বাবা-মায়ের জন্য বেনারস একদম উপযুক্ত জায়গা। কিন্তু এখানে শুধুমাত্র তীর্থক্ষেত্র নয় এমন অনেকে কিছু জিনিস রয়েছে যা অনেকেই জানেন না। এখানকার ঘাটে বসে গঙ্গা আরতি দেখার অভিজ্ঞতা সারা জীবন মনে থেকে যাবে। এখানে প্রচুর মন্দির রয়েছে বটে। তবে এখানকার স্ট্রিট ফুড একবার চেখে দেখলে সে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। এখানে বাবা-মাকে নিয়ে নৌকা বিহারেও যেতে পারেন।

Papiya Paul

X