নিউজশর্ট ডেস্কঃ BSNL, ভারতের অন্যতম পুরনো এই টেলিকম সংস্থাটি। কিন্তু বর্তমানে জিও(JIO), ভোডাফোন, এয়ারটেলের মতন অন্যান্য সংস্থাগুলির দাপাদাপিতে এখন এই বিএসএনএল অনেকটাই অস্তাচলে। নেটওয়ার্ক সমস্যা তথা কম আকর্ষণীয় হবার কারনে এই সিম এখন অনেকেরই পছন্দের তালিকায় থাকে না। তবে সম্প্রতি বিএসএনএল নিয়ে এসেছে এমন কিছু আকর্ষণীয় প্ল্যান, যা ফের এবার টেলিকম ইন্ডাস্ট্রিতে ফিরিয়ে দিতে পারে তাদের হারানো জায়গা।
আসলে সামনেই উৎসবের মাসে সব টেলিকম সংস্থাই চাইছে নিজেদের আকর্ষণীয় প্ল্যান দ্বারা তাদের গ্রাহকদের আকর্ষণ করতে। তাই আপনিও যদি নতুন কোন সিম কেনার পরিকল্পনা করে থাকেন,তাহলে আপনার জন্য রয়েছে এক বিশেষ সুবিধে। আপনিও যদি হয়ে থাকেন বিএসএনএল এর গ্রাহক তাহলে তো আপনার জন্য সোনায় সোহাগা। আসুন জেনে নিই সেই সেই প্ল্যান(Recharge Plan) সম্পর্কে।
মাত্র ৮৭ টাকার প্ল্যান এনে সবাইকে চমকে দিল BSNL। হ্যাঁ ঠিকই শুনছেন! মাত্র এই টাকাতেই তারা দিচ্ছেন নানান সুবিধে। বাজার চলতি এয়ারটেলের ১৫৫ টাকার প্ল্যানের চেয়েও অনেক বেশি কার্যকরী এই প্ল্যান। বিশেষ এই প্ল্যানে আপনি পাবেন আনলিমিটেড কল ও দৈনিক ১ জিবি নেট। এই ৮৭ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ১৪ দিন। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং গেমিং সুবিধাসহ দৈনিক ১ জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে ব্যবহারকারীরা ১৪ জিবি ডেটা পাবেন।
তবে যেই বিএসএনএল ব্যবহারকারীরা বেশি ডেটা ব্যবহার করতে চান তারা ৯৭ টাকার প্ল্যান বেছে নিতে পারেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ১৫ দিন এবং প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে ব্যবহারকারী ৩০ জিবি ডেটা সুবিধা পাবেন। এই প্ল্যানে মিলবে না এসএমএস এর সুবিধে।
যখন একদিকে এয়ারটেল সম্প্রতি তাদের এন্ট্রি লেভেল প্ল্যানের দাম বাড়িয়ে ১৫৫ টাকা করেছে। তখন BSNL এর এই প্ল্যান সত্যি সাশ্রয়ী। Airtel এর এই বিশেষ প্ল্যানে তারা দিচ্ছে ১৫৫ টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিংয়ের সুবিধা। এছাড়াও ব্যবহারকারীরা উইঙ্ক মিউজিক এবং ফ্রি হ্যালোটিউনসের সুবিধাও পাবেন।