নিউজশর্ট ডেস্কঃ পোস্ট অফিসের(Post Office) টাইম ডিপোজিট স্কিমে সুরক্ষার সঙ্গে ভালো রিটার্ন পাওয়া যায়। এর সাথেই এই স্কিমে অর্থ বিনিয়োগ করলে তা দ্বিগুণ হয়ে যায়। সুদের হারও অনেকটাই বেশি স্কিমে। চলুন তাহলে এই স্কিম(Post Office Scheme) সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই স্কিম অনেক বেশি নিরাপদ। বিনিয়োগকারীরা নিজেদের অর্থ দ্বিগুণ করার জন্য এই স্কিমে টাকা জমিয়ে থাকেন। বর্তমানে এই স্কিমে ৭.৫ শতাংশ সুদ পাওয়া যায়। এখানে আপনি এক বছর, দু বছর, তিন বছর এবং পাঁচ বছরের জন্য টাকা জমা করতে পারেন। বর্তমানে বিনিয়োগের ক্ষেত্রে এই স্কিমে ৬.৯ শতাংশ হারে সুদ দেওয়া হয়। আর দু এবং তিন বছরের জন্য অর্থ বিনিয়োগ করলে সুদ মিলবে ৭ শতাংশ।
পাঁচ বছরের জন্য এখানে অর্থ বিনিয়োগ করলে সুদ মিলবে ৭.৫ শতাংশ। তবে আপনি যদি আপনার বিনিয়োগ করা অর্থ দ্বিগুন করতে চান, তাহলে পাঁচ বছরের বেশি সময় অপেক্ষা করতে হবে। এই স্কিমে পয়সা দ্বিগুন করতে কত বছর সময় লাগবে? কোন একজন গ্রাহক যদি পাঁচ বছরের জন্য ৫ লাখ টাকা অর্থ বিনিয়োগ করে থাকেন। সেক্ষেত্রে তিনি সুদ হিসেবে পাবেন ৭.৫ শতাংশ। আর এই সময়ের মধ্যে তিনি ২ লাখ টাকাও পাবেন। এর সাথে ২৪,৯৭৪ আর টাকার সুদ জমবে। আর পাঁচ বছর পর ম্যাচুরিটি হবে তখন আপনি হাতে পাবেন ৭,২৪,৯৭৪ টাকা। এই টাকা দ্বিগুন করতে সময় লেগে যাবে ৯.৬ বছর অর্থাৎ ১১৪ মাস।
এছাড়া এই স্কিমের আরও সুবিধা হল যে ১৯৬১-র আয়কর আইনের ধারা ৮০সি এর অধীনে কর ছাড় মিলবে। এখানে সর্বনিম্ন অর্থ বিনিয়োগের পরিমাণ হলো ১০০০ টাকা। আর সর্বোচ্চ বিনিয়োগ আপনি যে কোন মূল্য করতে পারেন।