নিউজ শর্ট ডেস্ক: কার্তিক মাস মানেই উৎসবে ভরা মাস। রাত পেরোলেই শুরু আলোর উৎসব দীপাবলি (Diwali)। প্রত্যেক বছর দীপাবলীর ঠিক দুদিন আগেই পালন করা হয় ধনতেরাস। কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় এই ধনতেরাস (Dhanteras) উৎসব। ত্রয়োদশী কিংবা ধন্বন্তরি জয়ন্তীই সংক্ষেপে বলা হয় ধনতেরাস। অনেকে বলেন এটি অবাঙালিদের উৎসব। কিন্তু কালের নিয়মে এই উৎসবও এখন বাঙালি সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে।
বহুদিন ধরেই ধনতেরাসের দিন কেনাকাটা করা খুবই শুভ বলে মনে করা হয়। তাই এই দিন অনেকেই সোনা,রূপো, পিতল, কাঁসা কিংবা তামার মত ধাতু কেনার পাশাপাশি বাসন,বাহন,জমি ইত্যাদি কিনে থাকেন। এসবের পাশাপাশি এখন পাল্লা দিয়ে বাড়ছে ঝাঁটা কেনার প্রবণতা। ১০ নভেম্বর শুক্রবার গিয়েছে ধনতেরাসের বিশেষ দিন। এই দিন রাস্তাঘাটে যতজন মানুষ ছিলেন প্রায় ততজনের হাতেই দেখা গিয়েছে ঝাঁটা।
কিন্তু এদের মধ্যে এমন অনেকেই আছেন যাঁরা ঝাঁটা কিনে এনেছেন হুজুগে পড়ে। আসল কারণ জানা নেই অনেকেরই। অনেকেরই জানা নেই ধনতেরাসে ঝাড়ু কেনার রীতি কেন প্রচলিত? ধনতেরাসে ঝাঁটা বা ঝাড়ু কিনলেই শুধু হয় না মাথায় রাখতে হয় বেশ কিছু নিয়ম। রয়েছে কিছু নির্দিষ্ট উপচারও। হিন্দু ধর্ম মতে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। বহু মানুষের বিশ্বাস ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে ঘরে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান হয়।
মুক্তি মেলে আর্থিক সমস্যার হাত থেকে। শুধু তাই নয় নেতিবাচক অশুভ শক্তি দূর করে ইতিবাচক শুভ শক্তির প্রবেশ ঘটে বাড়িতে। তাই ধনতেরাসে সুখ সমৃদ্ধির কারণ হিসেবে বিবেচিত হয় ঝাঁটা। তবে ঝাড়ু কেনার সময় অবশ্যই লক্ষ্য রাখা প্রয়োজন বেশ কিছু বিষয়। তাই যে কোনো ঝাড়ু নয় ধনতেরাসে ঝাড়ু কেনার সময় অবশ্যই ফুল ঝাড়ু বা নারকেল কাটির ঝাঁটা কিনতে হবে।
এই ঝাঁটা যাতে কোনোভাবে সরু না হয় তা দেখে কিনতে হবে। ঘন মোটা ঝাড়ু কিনলে তবেই তা উপকারে লাগবে। কিন্তু খেয়াল রাখতে হবে এই ঝাড়ুর কোন অংশ যেন ভাঙা না থাকে। এমনকি নারকেল কাঠির ঝাঁটার কাঠিও যেন ভাঙা না থাকে। তবে এই বিশেষ দিনে কখনই প্লাস্টিকের ঝাড়ু কিনবেন না। ঝাড়ু কেনার পর তা কখনোই বেডরুমে বা খাটের নিচে কিংবা আলমারির কাছাকাছি রাখা যাবে না। এতে বিপরীত ফল হতে পারে।
সুখ সমৃদ্ধি বৃদ্ধির পরিবর্তে হুহু করে বেরিয়ে যেতে পারে টাকা পয়সা। ঝাড়ু কিনে আনার সঙ্গে সঙ্গে তা ব্যবহার না করে প্রথমে ঝাড়ুকে পুজো করতে হবে। তার জন্য প্রথমে নতুন ঝাড়ুতে কুমকুম পাড়াতে হবে। এছাড়া বাড়িতে নতুন ঝাড়ু কিনে আনার পর তাতে একটি সাদা সুতো বেঁধে দেওয়া উচিত। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদে বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হয়।
ধনতেরাসে ঝাড়ু কিনলে সেই ঝাঁটা কখনওই সোজা বা দাঁড় করিয়ে রাখা উচিত নয়। এই ভাবে ঝাঁটা রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। ঝাটাকে দাঁড় করিয়ে রাখলে তাতে শত্রুর বাধা উৎপন্ন হয়। এজন্য ঝাটাকে শুইয়ে লুকিয়ে রাখা উচিত। এর ফলে ফলে অশুভ শক্তিও শত্রুদের কারণে সমস্যায় পড়তে হয় না। প্রচলিত বিশ্বাস থেকে জানা যায় ঝড়ুকে শ্রদ্ধা করলে মহালক্ষ্মী খুশি হন। অনেক জায়গায় আবার দীপাবলীর দিন ঝাড়ু দান করার প্রথাও রয়েছে, তবে সেই ঝাড়ু কিন্তু ধনতেরাসের দিনই কিনে রাখা উচিত।