নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa), দীর্ঘদিন ধরে টিআরপি তালিকা দখল করলেও গত কয়েক সপ্তাহ ধরে নড়বড়ে হয়ে গিয়েছে অনুরাগের ছোঁয়ার জায়গা। চলতি সপ্তাহে প্রথম থেকে একেবারে পাঁচ নম্বর জায়গায় স্থান হয়েছে এই ধারাবাহিকের।
টিআরপি তালিকায় এখন যেটাই ফল হোক না কেন এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এখন একটু পিছিয়ে পড়লেও পরবর্তীকালে আবার যে আগের জায়গা দখল করবে এমনটাই মনে করছেন এই ধারাবাহিকের ভক্তরা। এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা দেখেন জানেন যে, মিশকাকে ঘোল খাইয়ে খুব আনন্দ করে দীপাবলি উদযাপন করেছে গোটা সেনগুপ্ত পরিবার। এই খবর বুঝতে পেরে ভীষণ রেগে গিয়েছে মিশকা।
সে তাড়াতাড়ি সেনগুপ্ত বাড়িতে ফিরে এসে সবার উপরে চিৎকার করতে থাকে। আর চিৎকার করতে করতে সে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে। এরপর সে সবার সামনে চিৎকার করে বলে ওঠে যে আনন্দ করার কোন জায়গা নেই আমার, জীবনে নেই কোন উৎসব, সূর্য চলে যাচ্ছে। আজ না গেলেও একদিন না একদিন তো চলে যাবেই। আমি এটা মানতে পারবো না। এই বলেই সে নিজের পেটে ছুরিটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে।
এরপরেই তারা মিশকাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা বলে যে মিশকা এবং তার বাচ্চা দুজনের অবস্থা খুব খারাপ। তাই সূর্য মন্ডে সাইন করে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই মুহূর্তে হসপিটালে এমন কোন বড় ডাক্তার ছিল না যে ওই অপারেশন করতে পারে। তখন ডক্টর অর্জুন চক্রবর্তীর প্রবেশ ঘটে। অর্থাৎ সিরিয়ালে নতুন এক হিরোর প্রবেশ ঘটে।
এরপর আগামী পর্বে দেখা যাবে মিশকা সেনের প্রিম্যাচিউর বার্থের জন্য হসপিটাল থেকে তার কাছে ফোন এলে তিনি ভিডিও কলের মাধ্যমে সেই অপারেশনের সাহায্য করবেন আর এভাবেই একটি ছেলের জন্ম দেবে মিশকা। অর্থাৎ আগামী এপিসোডে আরো বেশি ধামাকা হতে চলেছে এই সিরিয়ালে।