ট্রেন,Train,লোকাল ট্রেন,Local Train,এক্সপ্রেস ট্রেন,Express Tran,টিকিট,Ticket,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এক্সপ্রেস ট্রেনের টিকিট থাকলে লোকাল ট্রেনে ওঠা যায়? জানুন এই জরুরি নিয়ম

নিউজ শর্ট ডেস্ক: আমাদের দেশের অন্যতম বৃহত্তম গণপরিবহন ব্যবস্থা হল ভারতীয় রেল। ভারতের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম নানা প্রান্তে শিরা-ধমনীর মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার কথা ভেবেই প্রতিনিয়ত রেল পরিষেবা কে উন্নত করে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। তাই ভারতীয় রেলকে এমনি এমনিই আমাদের দেশের লাইফ লাইন বলে অভিহিত করা হয় না।

এখনও আমাদের দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকাতেও চলছে রেল পরিবহন ব্যবস্থা বিস্তারের কাজ। নিত্যযাত্রীদের কাছে তো বটেই সেই সাথে ভ্রমণ পিপাসু পর্যটকদের পাশাপাশি যারা দূরদূরান্তে চিকিৎসা করাতে যান তাদের জন্যও ভারতীয় রেল একমাত্র ভরসার জায়গা। তাই ট্রেনে চেপে দ্রুত কম খরচে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই।

যাত্রীদের সাধ্যের কথা ভেবেই ভারতীয় রেলে বিভিন্ন ধরণের পরিষেবাও দেওয়া হয়ে থাকে। সাধারণত ভারতীয় রেল মানেই বিপুল তথ্যের ভান্ডার। যার অধিকাংশ নিয়মই অজানা থাকে যাত্রীদের। আর এই নিয়ম লঙ্ঘন করলেই দিতে হয় মোটা টাকার  জরিমানা।

ট্রেন,Train,লোকাল ট্রেন,Local Train,এক্সপ্রেস ট্রেন,Express Tran,টিকিট,Ticket,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তেমনি ট্রেনের টিকিট নিয়েও একাধিক নিয়ম রয়েছে ভারতীয় রেলে। সাধারণত ট্রেনের দুই ধরনের টিকিট হয়। এরমধ্যে একটি  মেইল বা এক্সপ্রেস ট্রেনের টিকিট এবং অন্যটি প্যাসেঞ্জার বা লোকাল ট্রেনের টিকিট। তবে রেলের নিয়ম অনুযায়ী প্যাসেঞ্জার ট্রেনের টিকিট কাটলে, সেই টিকিট দিয়ে কেবল প্যাসেঞ্জার বা লোকাল ট্রেনে ওঠা যায়।

কিন্তু ওই টিকিট নিয়ে কখনওই দূরপাল্লার কোনও ট্রেনে সফর করা যায় না। এক্ষেত্রে দিতে হবে মোটা টাকার জরিমানা। কেউ জরিমানা দিতে না পারলে পেতে হবে কড়া শাস্তি। তবে আপনি কি জানেন এক্সপ্রেস বা মেইল ট্রেনের টিকিট নিয়ে লোকাল ট্রেনে চড়ার নিয়ম?

জানা যাচ্ছে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী এক্সপ্রেস বা মেইল ট্রেনের টিকিট দিয়ে লোকাল ট্রেনেও চড়া যাবে। কারণ এই টিকিটের দাম লোকাল ট্রেনের টিকিটের চেয়ে বেশি। তবে এক্ষেত্রেও বেশ কিছু নিয়ম রয়েছে।

ট্রেন,Train,লোকাল ট্রেন,Local Train,এক্সপ্রেস ট্রেন,Express Tran,টিকিট,Ticket,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

১) এক্সপ্রেস ট্রেন আর লোকাল ট্রেনের গন্তব্য যদি একই দিকে হয় তাহলে এক্সপ্রেস ট্রেনের টিকিট নিয়েই লোকাল ট্রেনে চাপা যাবে।

২) উদাহরণ হিসাবে বলা যেতে পারে, কারও  কাছে কাছে যদি হাওড়া-পুরী এক্সপ্রেস ট্রেনের টিকিট থাকে তবে ওই রুটের যে কোনও লোকাল ট্রেনে সফর করা যাবে।

৩) তবে মাথায় রাখতে হবে এক্সপ্রেস ট্রেনের গন্তব্য যতদূর সেই অবধিই লোকাল ট্রেনে যাত্রা করলে কোনো  জরিমানা দিতে হবে না।

Avatar

anita

X