Bengali Serial

অল্প বয়সেই দারুণ সাফল্য! মিঠাই-সিদ্ধার্থের পর এবার বড় পর্দায় আসছে মিঠি অভিনেত্রী অনুমেঘা

নিউজ শর্ট ডেস্ক: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মিঠাই’ (Mithai) শেষ হয়ে যাওয়ার পরেও এই সিরিয়াল নিয়ে দর্শকমহলে ক্রেজ  কমেনি এক ফোঁটা। ধারাবাহিকের নায়ক নায়িকা মিঠাই সিদ্ধার্থের পাশাপাশি এই সিরিয়ালের আরও একাধিক কলা কুশলীদের অফুরন্ত ভালোবাসার মুড়িয়ে দিয়েছিলেন দর্শকরা। একটা সময় এই সিরিয়াল লীপ নেওয়ার  এন্ট্রি হয়েছিল সিদ্ধার্থ মিঠাইয়ের মেয়ে মিঠির (Mithi)। 

পর্দায় এই মিষ্টি মিঠির চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় শিশু শিল্পী অনুমেগা কাহালী (Anumegha Kahali)।  নামের মতই মিষ্টি এই মিঠিকে আদরে ভরিয়ে দিয়েছিলেন দর্শকরাও। তবে মিঠাই সিরিয়ালের আগে অভিনেত্রীকে দেখা গিয়েছে জি বাংলারই আরও  একটি জনপ্রিয় সিরিয়াল ‘বোধিসত্বর বোধ বুদ্ধি’তে।

আর মিঠাই শেষ হওয়ার পর বেশ কিছু সিরিয়ালে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অনুমেঘকে। তার মধ্যে অন্যতম হলো জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’। তবে এবার আর ছোট পর্দায় নয় পর্দার সিদ্ধার্থ-মিঠাইয়ের অনস্ক্রিন মেয়ে  অনুমেঘা এবার পাড়ি দিচ্ছেন বড় পর্দায়। তাও মিঠুন চক্রবর্তীর মত মেগাস্টারের সিনেমায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,মিঠি,Mithi,অনুমেঘা কাহালি,Anumegha Kahali,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা যাচ্ছে চলতি বছরের বড়দিনেই রুপালি পর্দায় মুক্তি পেতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাল জয়ী সৃষ্টি ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala)। এই  পরিচালক সুমন ঘোষ পরিচালিত এই সিনেমার পোস্টার প্রকাশ্যে এল শিশু দিবসের দিন। যা উস্কে দিয়েছে কাবুলিওয়ালার পুরনো স্মৃতি। মিঠুন চক্রবর্তীর এই আসন্ন সিনেমার পোস্টারে কাবুলিওয়ালার সাজে দেখা গিয়েছে, অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,মিঠি,Mithi,অনুমেঘা কাহালি,Anumegha Kahali,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আর তার পাশেই ফ্রক পরা মিনি খুকির সাজে দেখা গেল সকলের প্রিয় মিঠিকে। এই নতুন কাবুলিওয়ালায়  মিনি এবং তার কাবুলিওয়ালার সাজে দারুন মানিয়েছে, মিঠুন চক্রবর্তী এবং অনুমেঘাকে। জানা যাচ্ছে এই সিনেমায় মিনির বাবা-মার চরিত্রে অভিনয় করবেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী সোহিনী সরকার অর্থাৎ পর্দার ব্যোমকেশ-সত্যবতী জুটি। এরইমধ্যে আটপৌড়ে শড়িতে বাঙালি বধূর বেশে এক মনে পাঁচালী পড়তে দেখা গিয়েছে।

Avatar

anita

X