নিউজশর্ট ডেস্কঃ যে কোনো মানুষই নিজের উপার্জিত অর্থের মধ্যে থেকে কিছু টাকা সঞ্চয় করতে চান। আর হাতে কিছু টাকা-পয়সা আসলেই ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সিদ্ধান্ত নেন বহু মানুষ। অনেকেই আবার বেছে নেন মিউচুয়াল ফান্ড (Mutual Fund)। তবে এবার আর অন্য কোথাও না গিয়ে ভরসা রাখুন একটি মাত্র ব্যাঙ্ককে।
আপনারা জানলে অবাক হবেন, মাত্র অল্প দিনের বিনিয়োগে এই ব্যাঙ্কে সুদ মিলবে ৯.৫ শতাংশ। এখন ক্রমশ রেপো রেট বাড়িয়েই চলেছে আরবিআই। এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনি রয়েছে নানান অসুবিধাও। একদিকে যেমন ঋণ দিন দিন দামি হয়ে যাচ্ছে ঠিক তেমনি অন্যদিকে ক্রমশ বাড়ছে সুদের হার।
তবে এইসবের মাঝেই এবার অবিশ্বাস্য অফার নিয়ে এল ইউনিটি ব্যাংক। খুব অল্পদিনের জন্য বিনিয়োগ করেও দারুণ রিটার্ন পাবেন সাধারণ মানুষ। আর সে কারণে অন্য কোন দিকের কথা না ভেবে চটজলদি চলে যান এই ব্যাঙ্কে। পান ফিক্সড ডিপোজিটের নানান রকম সুবিধা।
আরও পড়ুন: আধার, ভোটার সব অতীত! এখন শুধু এই নথি থাকলেই হবে কেল্লাফতে
সম্প্রতি ব্যাংকের তরফে জানানো হয়েছে, ৩৬৬ দিনের জন্য বিনিয়োগ করলে সাধারণ গ্রাহকরা পাবেন ৭.৮ শতাংশ সুদ। প্রবীণ গ্রাহকেরা পাবেন ৮.৩ শতাংশ সুদ। স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ করলে ৯.১ শতাংশ সুদ পাবেন গ্রাহকেরা। ১০০১ দিনের জন্য বিনিয়োগ করলে মিলবে ৯ শতাংশ সুদ।
উল্লেখ্য, এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা যায় ৭ থেকে ১৪ দিনের জন্যেও। যত দিনের জন্য টাকা বিনিয়োগ করবেন সেই হিসেবে বাড়বে সুদের পরিমাণ। ইউনিটি ব্যাঙ্কে সর্বনিম্ন সুদ মেলে ৪.৫ শতাংশ। সর্বাধিক সুদ পাওয়া যেতে পারে ৯ শতাংশ। তাই আর দেরি না করে আপনার টাকা ফিক্সড ডিপোজিট করুন ইউনিটি ব্যাঙ্কে। তবে শর্ত একটাই, সেটা হল যে ন্যূনতম ১ লক্ষ টাকা রাখতেই হবে অ্যাকাউন্টে।