ভুলে যান লক্ষ্মীর ভান্ডার, এবার যুবক-যুবতীদের ২৫০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার!

নিউজশর্ট ডেস্কঃ যত দিন যাচ্ছে বেকারত্বের হার ততই বৃদ্ধি পাচ্ছে। এখন একটি চাকরির আশায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন বেকার যুবক-যুবতীরা। এখন চাকরি পাওয়া বিরাট ভাগ্যের ব্যাপার। অনেক সময় চাকরি পেয়ে গেলেও সেই চাকরি টিকিয়ে রাখা একটা বড় বিষয়। রাজ্য হোক কিংবা দেশ এমন বহু উচ্চশিক্ষিত মানুষ রয়েছেন যারা ভালো চাকরি না পেয়ে এখনো বেকার হয়ে ঘরে বসে রয়েছেন।

তাই অনেকেই চাকরির পরিবর্তে আবার ব্যবসার দিকে মনোনিবেশ করছেন। তবে আপনি যদি পশ্চিমবঙ্গের(West Bengal) বাসিন্দা হয়ে থাকেন এবং বেকার হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। আপনি যদি উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন তাহলে এবার থেকে প্রত্যেক মাসে ২৫০০ টাকা করে পাবেন সরকারের তরফ থেকে। এই কথাটা শুনতে অবাক লাগলেও এটা সত্যি।

আসলে এই অর্থের ৬০ শতাংশ দেবে রাজ্য সরকার(West Bengal Government) এবং বাকি ৪০ শতাংশ বহন করবে কেন্দ্র সরকার। বর্তমানে কেন্দ্র সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকার সাধারণ মানুষের সুবিধার্থে একটার পর একটা প্রকল্প নিয়ে আসছে। এই প্রকল্পটির নাম হল এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রকল্প। এই প্রকল্পটি যৌথভাবে পরিচালনার দায়িত্ব রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। রাজ্যের বেকার যুবক-যুবতীদের কথা মাথায় রেখে প্রায় ২৫০০ টাকার একটি ভাতা দেওয়া হয়।

আরও পড়ুন: শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, এবার রাজ্য কাঁপাবে মমতা ব্যানার্জির নতুন প্রকল্প, মিলবে ১ লক্ষ টাকা!

আপনিও যদি বেকার হয়ে থাকেন তাহলে এবং এই ভাতা পাওয়ার যোগ্য হন তাহলে জেনে নিন কি কি করতে হবে এটি পাওয়ার জন্য। আবেদনকারীকে অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে সর্বনিম্ন ২ বছর পূর্বে নাম নথিভুক্ত করে রাখতে হবে। আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তার সঙ্গে আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাস হতেই হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রার্থীকে অবশ্যই বেকার হতে হবে।

Papiya Paul

X