নিউজশর্ট ডেস্কঃ দেশের অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও(Reliance Jio)। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য একটার পর একটা অফার নিয়ে আসছে। মূলত ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলের সঙ্গে টক্কর দেওয়ার জন্য নিত্যনতুন পরিষেবা দিচ্ছে মুকেশ আম্বানির(Mukesh Ambani) এই সংস্থা। কিছুদিন আগেই জিও একটি নতুন বার্ষিক রিচার্জ প্ল্যান(Recharge Plan) নিয়ে এসেছিল। যেখানে রোজ ডেটার সঙ্গে রয়েছে আনলিমিটেড কল করার সুবিধা এবং একাধিক ফ্রি ওটিটি সাবস্ক্রিপশন।
আপনিও যদি এই রিচার্জ প্ল্যান করতে চান তাহলে আপনাকে এর জন্য খরচ করতে হবে ৩,২২৭ টাকা। একবারে অনেকটা টাকা হলেও এর মধ্যে এত কিছু সুযোগ সুবিধা রয়েছে যে আপনি এই প্ল্যানটি রিচার্জ না করে পারবেন না। এই মুহূর্তে এই প্ল্যানটি ‘মাই জিও’ (My Jio) অ্যাপের রিচার্জ সেকশনে ‘ট্রেন্ডিং’ ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত। এই প্ল্যানটির পুরো বৈধতা থাকবে ৩৬৫ দিন।
এতে করে আপনি রোজ ২ জিবি ডেটা, যে কোন নেটওয়ার্ক-এ আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা এবং প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুযোগ পেয়ে যাবেন। এর সাথে আপনি আনলিমিটেড ফাইভ-জি ডেটার সুবিধা পাবেন। এর পাশাপাশি এই প্ল্যানের সবথেকে আকর্ষণীয় দিক হল ওটিটি বেনিফিট।
এর সাথে আপনি Amazon Prime Video-র মোবাইল এডিশন সাবস্ক্রিপশন বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন। Jio TV, JioCinema এবং JioCloud-এর মতো একাধিক কমপ্লিমেন্টারি অ্যাপও বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের জন্য আপনাকে গড়ে মাসিক খরচ করতে হবে ২৬৯ টাকার মতো। তবে একসাথে পাওয়ার জন্য একবারে রিচার্জ করতে পারলে আপনার সুবিধা হবে।