নিউজশর্ট ডেস্কঃ মানুষ তাদের কষ্ট উপার্জিত অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে সবথেকে বেশি নির্ভর করে ব্যাংক এবং পোস্ট অফিসের উপর। আর ভারতের মধ্যে সব কয়টি ব্যাংকের থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার(State Bank Of India) ওপর মানুষের ভরসা অনেকটাই বেশি। আর তাই এই ব্যাংকের গ্রাহক সংখ্যা সবথেকে বেশি।
প্রতিনিয়ত গ্রাহকদের উন্নততর পরিসেবা দেওয়ার জন্য স্টেট ব্যাংক নানান ধরনের প্রকল্প বাজারে নিয়ে আসে। এই স্টেট ব্যাংকের একটি অন্যতম পরিষেবা হলো ফিক্সড ডিপোজিট(Fixed Deposit)। নিজের উপার্জিত অর্থ কোন রকম ঝুঁকি ছাড়াই দ্বিগুণ করার ক্ষেত্রে সবথেকে কার্যকরী পন্থা ফিক্সড ডিপোজিট। স্টেট ব্যাংকের পক্ষ থেকে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আলাদা আলাদা মেয়াদের নানারকমের অপশন রয়েছে।
এখানেই আপনি ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে পারবেন। এখানে আলাদা মেয়াদের ম্যাচুরিটিতে সুদের হার কিরকম চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ৩ থেকে ৭ শতাংশ পর্যন্ত বিভিন্ন মেয়াদের সুদের হার বিভিন্ন। অন্যদিকে প্রবীণ নাগরিকেরা ৩.৫ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে যাবেন।
যদি কেউ স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ১০ বছরের জন্য এককালীন এক লক্ষ টাকা বিনিয়োগ করেন। তিনি ১০ বছরের জন্যে সুদ হিসেবে পাবেন ৯০,৫৫৫ টাকা। অর্থাৎ সুদ মিলিয়ে প্রায় এক লক্ষ টাকা। তাহলে দশ বছরে আপনার এক লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট গিয়ে দাঁড়াবে দু’লক্ষের কাছাকাছি।
আর প্রবীণ নাগরিকরা ১ লক্ষ টাকা যদি ১০ বছরের জন্য এফডিতে রাখেন তাহলে ম্যাচুরিটির পর ৭.৫ শতাংশ হারে সুদ মিলিয়ে পাবেন ২,১০,২৩৪ টাকা। এফডির ক্ষেত্রে ধামাকাদার অফার নিয়ে এসেছে এসবিআই।