TRP দৌড়ে মেলেনি জায়গা, গল্প অসমাপ্ত রেখেই শেষ হচ্ছে এই জনপ্রিয় সিরিয়াল

নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে বাংলা টেলিভিশন(Bengali Serial) জগতের সমস্ত ধারাবাহিকগুলোই টিআরপির(TRP) উপর নির্ভরশীল। TRP দৌড়ে টিকে থাকতে না পারলেই সেই ধারাবাহিক বন্ধ করে দিতে বাধ্য হন নির্মাতারা। দর্শকদের মন জয় করার পাশাপাশি টিআরপি লিস্টেও ভালো জায়গা ধরে রাখতে হচ্ছে ধারাবাহিকগুলোকে।

এই টিআরপির অভাবে বাংলা ধারাবাহিকের প্রথম সারির চ্যানেলগুলোতে একটার পর একটা জনপ্রিয় সিরিয়াল শুরু হওয়ার কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে। কোন কোন ক্ষেত্রে ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন করেও টিআরপি বাড়ানোর চেষ্টা করা হয়। এবার বাংলা সিরিয়ালের আরেকটি জনপ্রিয় ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

এই সিরিয়াল টিআরপিতে সেরকম ভালো ফল করতে না পারলেও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ছিল। বর্তমানে একেবারে স্লট লিড করতে পারছে না এই সিরিয়াল। এটি কালার্স বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক। নাম ‘নায়িকা নাম্বার ওয়ান’। আজ থেকে প্রায় নয় মাস আগেই ধারাবাহিকের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু শুরু থেকে কখনোই টিআরপিতে ভালো ফলাফল করতে পারেনি। তাই অবশেষে এই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সূর্য অতীত! সোনা-রুপার সামনেই আবার দীপার বিয়ে দেবে তার বাবা, ফাঁস হাইভোল্টেজ পর্ব

প্রসঙ্গত, কিছুদিন পরেই জি বাংলায় পরপর দুটো ধারাবাহিক শেষ হতে চলেছে। খেলনা বাড়ি এবং গৌরী এলো বহুদিন দর্শকদের মন জয় করে নিয়েছিল। কিন্তু অবশেষে এই যে ধারাবাহিকের শেষ সবার পালা। বলাই বাহুল্য, একসময় এই দুই ধারাবাহিক টিআরপি তালিকায় সেরার সেরা জায়গাও দখল করেছিল। কিন্তু যত দিন এগিয়েছে গল্পের গতি বদলেছে। সিরিয়াল টিআরপি লিস্টে ভালো জায়গা করতে পারেনি।

Papiya Paul

X