নিউজশর্ট ডেস্কঃ গ্রাহক ধরে রাখতে কে কত কম খরচে পরিষেবা দিতে পারে তারই প্রতিযোগিতা চলছে টেলিকম সংস্থাগুলির মধ্যে। জিও, এয়ারটেল, ভোডাফোন সবাই একটার পর একটা প্ল্যান লঞ্চ করে চলেছে। আর এই প্রতিযোগিতায় বেশ খানিকটা এগিয়ে রয়েছে মুকেশ আম্বানির(Mukesh Ambani) রিলায়েন্স জিও(Reliance Jio)। স্মার্টফোন ইউজারদের সাথে সাথে ব্রডব্যান্ডে গ্রাহকদের ক্যাপচার করার জন্য উঠেপড়ে লেগেছে সংস্থাটি।
এই কারণেই নতুন ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য বিশেষে সুবিধা নিয়ে হাজির হল Reliance Jio। সূত্রের খবর, এবার কোন খরচ ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে নতুন JioFiber কানেকশন দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা। কিছু নির্দিষ্ট পোস্টপেইড প্ল্যান সহ JioFiber কানেকশন নিলে লাগবেনা কোনো বুকিং চার্জ। পাশাপাশি মিলবে ব্রডব্যান্ড রাউটার একেবারে বিনামূল্যে। এর সাথে ইনস্টলেশন চার্জও ফ্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, এই বিশেষ সুবিধা পেতে হলে গ্রাহককে ৬ মাস অথবা 12 মাসের পোস্টপেইড প্ল্যান রিচার্জ করতে হবে। এতে গ্রাহক পাবে অন ডিমান্ড TV, 400-র বেশি চ্যানেল ও বিভিন্ন OTT সাবস্ক্রিপশন। তবে এই বিশেষ অফার কিন্তু খুব বেশি সময়ের জন্য উপলব্ধ নয়। খুবই সীমিত সময়ের জন্যেই দেওয়া হয়েছে এই অফার। এবার দেখে নিন ঠিক কত কত টাকার প্ল্যান উপলব্ধ রয়েছে।
সূত্রের খবর, 499 টাকা, 599 টাকা, 799 টাকা ও 899 টাকার পোস্টপেইড প্ল্যানের সঙ্গে গ্রাহকরা পাবে বিনামূল্যে JioFiber কানেকশন। উল্লিখিত চারটি প্ল্যানের সাথে থাকবে ফ্রী রাউটার এবং ফ্রী ইনস্টলেশন। দেখে নিন প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুন: সারাবছর নো রিচার্জ! ২৬৯ টাকা খরচে Jio দিচ্ছে আনলিমিটেড কল-ডেটা, ফ্রি Prime সাবস্ক্রিপশন
JioFiber 499 টাকা পোস্টপেইড প্ল্যান : গ্রাহক যদি 499 টাকার পোস্টপেইড প্ল্যান নিতে চায় তিনি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এর সাথে থাকবে 30 Mbps ইন্টারনেট কানেকশন এবং আনলিমিটেড ডেটা। এর সাথে মিলবে রয়েছে অন ডিমান্ড TV ও 400-র বেশি লাইভ চ্যানেল এবং Eros Now, Universal Plus সহ বিভিন্ন OTT সাবস্ক্রিপশন।
JioFiber 599 টাকা পোস্টপেইড প্ল্যান : এই প্ল্যানেও কলিং এবং ইন্টারনেট সুবিধা আগের মতোই। তবে 599 এর রিচার্জে গ্রাহক পেয়ে যাবেন, 550-র বেশি চ্যানেল Disney Plus Hotstar, Sony Liv সহ 12 টি OTT সাবস্ক্রিপশন।
JioFiber 799 টাকা পোস্টপেইড প্ল্যান : জিওর এই প্ল্যানে আগের চেয়ে ইন্টারনেট স্পিড অনেকটাই বাড়বে। এতে 100 Mbps ইন্টারনেট স্পিডের সঙ্গে গ্রাহক পাবেন ফ্রি OTT সাবস্ক্রিপশন এবং অন ডিমান্ড TV ও 400-র বেশ লাইভ চ্যানেল।
JioFiber 899 টাকা পোস্টপেইড প্ল্যান : 899 টাকা প্ল্যানে গ্রাহক পাবেন 100 Mbps ইন্টারনেট ও আনলিমিটেড কলিং। পাশাপাশি রয়েছে অন ডিমান্ড TV পরিষেবা এবং 550-র বেশি চ্যানেল। এছাড়াও পাওয়া যাবে মোট 12টি OTT সাবস্ক্রিপশন।