৪ বছরের ছোটো একটা মেয়ে অবলীলায় গাইছে ‘মা তুঝে সালাম’। যা বিখ্যাত এ আর রহমানের গলায়। এই খুদের বাড়ি মিজোরামে। এই কন্যার গানে মন্ত্রমুগ্ধ হয়েছে অগুনতি নেট দুনিয়ার মানুষ। মিজোরামের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জোরামথংগা নিজের ভেরিফায়েড টুইটার একাউন্ট থেকে শেয়ার করেছেন এই গানের ভিডিওটি।