নিউজশর্ট ডেস্কঃ বাংলার মানুষদের কাছে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা(Digha)। প্রায় প্রত্যেক বছর কয়েক লক্ষ মানুষ দীঘাতে ভ্রমণ করতে আসেন। রাজ্যের পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এখানে ভ্রমণে আসেন। পর্যটকদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফ থেকে উন্নত পরিষেবা দেওয়ার পাশাপাশি সুন্দরভাবে সাজানো হচ্ছে দিঘাকে।
এবার দীঘায় যাতায়াতের পথ আরো সুন্দর করার জন্য ভালো রুট-এর ব্যবস্থা করছে রাজ্য সরকার। এবার আমতা বিধানসভা কেন্দ্র থেকে নতুন বাস রুট ছাড়া হচ্ছে যেখানে আরো কম সময়ে পৌঁছানো যাবে দিঘাতে। আমতা বিধানসভা কেন্দ্রের জয়পুর থেকে সরাসরি বাসে করে পৌঁছে যাওয়া যাবে দীঘা। এতদিন পর্যন্ত হাওড়া থেকে ট্রেনে করে কিংবা কলকাতা, নৈহাটি, বারাসাত প্রভৃতি জায়গাগুলো থেকে বাসে করে দীঘা পৌঁছানো যেত।
এছাড়া সাঁতরাগাছি থেকে কিংবা উলুবেরিয়া বাগনান হয়েও দিঘা যাওয়া যেত। তবে এই সমস্ত রুটে দীঘা যেতে প্রচুর সময় লাগবে। সেই দিক থেকে গ্রামীণ হাওড়ার একাংশের কাছে দীঘার পথ অনেক সুন্দর হয়েছে। তাই মনে করা হচ্ছে এই রাস্তা ধরে গেলে যাতায়াত অনেক সুন্দর হবে। আর এই আমতা জয়পুর থেকে দীঘা যেতে ভাড়া লাগবে মাত্র ১১৬ টাকা। আর এইবার প্রত্যেকদিন দীঘা থেকে ফেরার বাস ছাড়বে বিকেল চারটে নাগাদ।
আরও পড়ুন: ট্রেন-বাসের ঝক্কি শেষ! এবার এত কম সময়ের মধ্যে জলপথে চলে যাবেন দীঘা-পুরী!
এই বাস প্রতিদিন সকাল সাড়ে ৬ টায় আমতা জয়পুর থেকে রওনা দেবে দীঘা। জয়পুর হয়ে শেয়াগড় মোড়, বেতাই মোড়, খোরোপ হাটতলা, গাজীপুর বাজার, নারিট বাজার, চক শ্রীরামপুর, বাইনান, খাজুট্টি, হিজালক মোড়, বাগনান, কোলাঘাট হয়ে দিঘা পৌঁছে যাবে। আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল জানিয়েছে যে দিঘার প্রতি মানুষের আকর্ষণ সব সময় বেশি আমতা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষকে দীঘা যেতে হলে অনেক ঘুর পথে যেতে হতো। তাই ভ্রমণ পিপাসু মানুষদের সুবিধার্থে এ বাসেল সূচনা করা হয়েছে।