নিউজ শর্ট ডেস্ক: বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয়জন অভিনেত্রী হলেন শ্রুতি দাস (Shruti Das)। যাকে ছোট পর্দার দর্শকরা ‘রাঙা বউ’ (Ranga Bou) নামেই চেনেন। বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নায়িকাকে নিয়ে হামেশাই চলতে থাকে নানা রকমের চর্চা। সদ্য শ্রুতি অভিনীত সিরিয়াল রাঙা বউয়ের শুটিং শেষ হয়েছে। শনিবারে অর্থাৎ ১৬ ডিসেম্বর শেষবারের মতো সম্প্রচারিত হবে এই সিরিয়াল।
কিছুদিন আগে একরাশ মন খারাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শ্রুতি লিখেছিলেন একটি দীর্ঘ বার্তা। শেষ কল টাইম-এর কথা জানিয়ে সেদিন অভিনেত্রী লিখেছিলেন ‘হাতে নতুন কাজ থাকা অবস্থায় কর্মরত প্রজেক্টের শেষ কলটাইম পাওয়া আর অনির্দিষ্ট পথ চলা শুরু হওয়া অবস্থায় চলতি কাজের শেষ কলটাইম পাওয়ার মধ্যে বিস্তর ফারাক। নিশ্চয়ই প্রথম উদাহরণ টা আমার ক্ষেত্রেও একদিন কার্যকরী হবে। তবে অনিচ্ছাকৃত-অনির্দিষ্টকালের জন্য এই বিরতি যেন আমার এবং আমার মতো রাঙাবউ টিমের অনেকের জন্য সুখকর হয় এই আশীর্বাদ করবেন।’
তবে এবার সিরিয়াল শেষের মন খারাপের মাঝেই এক জোড়া সুখবর দিলেন নায়িকা। আসলে শ্রুতির ছোটবেলার স্বপ্ন ছিল তাঁর বাবা-মায়ের জন্য একটা বাড়ি তৈরি করবেন। এবার নিজের সেই স্বপ্নই পূরণ করলেন নায়িকা। স্বামী তথা পরিচালক স্বর্ণেন্দু দাসের সাথে মিলেই জোড়া ফ্ল্যাট কিনলেন নায়িকা। শুক্রবারই ছিল সেই ফ্ল্যাটের পুজো।
সোশ্যাল মিডিয়ায় নতুন ফ্ল্যাটের পুজোর একগুচ্ছ ছবিও শেয়ার করেছেন পর্দার রাঙা বউ। সঙ্গে ছিলেন বাবা-মা আর স্বামী। ক্যাপশনে শ্রুতি লিখেছেন ‘ছোটবেলার স্বপ্ন পূরণে আলাদাই তৃপ্তি পাওয়া যায়। সেই খুশির মুহূর্ত যখন বাবা মায়ের জন্য বাড়ি তৈরি করতে পারো।’ প্রসঙ্গত ২০১৯ সালে ত্রিনয়নী সিরিয়ালের জন্য কাটোয়া থেকে কলকাতায় এসেছিলেন শ্রুতি। সেই থেকে কলকাতা একটা ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। অবশেষে স্বপ্ন পূরণ হলো নায়িকার।
আরও পড়ুন: মা হচ্ছেন রাঙা বউ! কবে আসবে সুখবর? বড় আপডেট দিলেন শ্রুতি
নতুন বাড়ি কেনার প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে শ্রুতি বলেছেন ‘এতদিন ভাড়া বাড়িতে ছিলাম। অনেক পরিশ্রম করেছি। পেয়িং গেস্ট হিসেবে থেকেছি, মেসেও ছিলাম অনেকদিন। সেখানে দাঁড়িয়ে মা-বাবাকে একটা বাড়ি তৈরি করে দিতে পারলাম, এই উপলব্ধিটাই আলাদা। সবচেয়ে মজার ব্যাপার হল আমি আর আমার বর একসঙ্গে বাড়ি কিনেছি। ওর ফ্ল্যাট দোতলায় আর আমার ফ্ল্যাট এক তলায়। আর ছোটবেলা থেকে ইচ্ছা ছিল মা-বাবাকে কাছে রাখব, দূরে রাখব না। মিষ্টি ব্যাপার, আমার বাপের আর শ্বশুরবাড়ি উপর-নীচে। ভগবানের আশীর্বাদে আমার ইচ্ছা পূর্ণ হয়েছে।’