নিউজ শর্ট ডেস্ক: ডিসেম্বর (December) মাস প্রায় শেষ! আর ক’দিন পরেই রয়েছে বড়দিন (Christmas)। বছর শেষে কনকনে ঠান্ডায় কাবু শীতকাতুরে বাঙালি। গত কয়েকদিনে বেশ ভালোই শীত (Winter) উপভোগ করেছেন বাংলার মানুষ। গত সপ্তাহের শেষেই অর্থাৎ রবিবার তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নেমে গিয়েছিল শহর কলকাতায়। কিন্তু এরই মধ্যে শীত প্রেমীদের জন্য খারাপ খবর দিল আলিপুর হাওয়া অফিস। জানা যাচ্ছে, আগামী দিনে বদলে যাবে শীতের চরিত্র। একটু একটু করে বাড়বে তাপমাত্রা।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবারের তুলনায় মঙ্গলবারও বেড়েছিল তাপমাত্রা। তাই সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ১৪.১ ডিগ্রি থাকলেও মঙ্গলবার রাতারাতি সেই তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে হয় ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। সেই একই তাপমাত্রা থাকলো বুধবারেও। কলকাতায় এদিনও তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রিতেই। সপ্তাহান্তে যা আরও বাড়তে পারে।
ডিসেম্বর মাসের শেষের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে থাকা স্বাভাবিক বলেই জানিয়েছে আলিপুর হওয়া অফিস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। এখানেই শেষ নয়, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বড়দিনে কেমন থাকবে আবহাওয়া?
বুধবার সকাল থেকেই আকাশ পরিস্কার থাকলেও হালকা থেকে মাঝারি কুয়াশায় মোড়া ছিল পথঘাট। সপ্তাহের শেষে অর্থাৎ শনি বা রবিবার তাপমাত্রা বেড়ে দাঁড়াতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসার থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। আর এই জলীয় বাষ্পই বাধা দিতে পারে শীতের আমেজে। কারণ জলীয় বাষ্প ঢুকলে রাতের তাপমাত্রা নামতে পারে না। এছাড়া উত্তর ভারত থেকেও শুকনো বাতাস প্রবেশ করতে পারে না।
আরও পড়ুন: বড়দিনের আগেই ব্যাটিং শুরু শীতের, বাংলার এই ৭ জেলায় পড়বে ব্যাপক ঠান্ডা
অর্থাৎআগামী কয়েকদিনে শীতের শুষ্ক আবহাওয়া আর হিমেল হাওয়া কোনোটাই মিলবে না। আকাশ মূলত মেঘলা থাকলেও বৃষ্টি হবে কি না, তা এখনও জানা যায়নি। উত্তরবঙ্গের সব জেলার বুধবার আবহাওয়া শুকনো থাকবে। আর হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী তিন দিন রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। তবে আপাতত বৃষ্টিপাত ও তুষারপাতের কোনও পূর্বাভাস নেই।
দক্ষিণবঙ্গেও বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বুধবার পশ্চিমের জেলাগুলিতে ঝোড়ো ব্যাটিং করছে শীতকাল। বিশেষ করে পুরুলিয়া, শ্রীনিকেতন ও বাঁকুড়ায় তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রির কাছে। তবে অচিরেই এই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে ৩ দিন পরেই তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।