কিছু দিন আগে পৃথিবীর উপগ্রহ চাঁদে মিলেছিল জলের অস্তিত্বের প্রমাণ। এবার আমাদের সৌরজগতের লাল গ্রহেও মিলল জল থাকার প্রমাণ। শুধু তাই নয়। পৃথিবীরও আগে এই গ্রহে জল ছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা। জাপানের একদল গবেষক জানিয়েছেন, ৪.৪ বিলিয়ন বছর আগে লাল গ্রহে জলের অস্তিত্ব ছিল।