ইউটিউবের সকল রেকর্ড ভেঙ্গে নতুন শিরোপা অর্জন করল বেবি সার্ক নামের ইউটিউব ভিডিওটি। এটি মূলত বাচ্চাদের জন্য বানানো হয়েছে। কিছু খুদে আর তাঁর সঙ্গে গ্রাফিক্সের কাজ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। ১৭ই জুন ইউটিউবে আনা হয়েছিল ভিডিওটিকে। কোরিয়ান গায়ক হোপ সেগোইন গানটি গেয়েছেন। যার ভিউয়ার্স এঁর সংখ্যা ৭.০৪ বিলিয়ন।