Government

Government: ২১ ফেব্রুয়ারির মধ্যে ঢুকবে টাকা! আধার লিঙ্ক থাকলেই পাবেন সুবিধা

নিউজশর্ট ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরই আসছে ২১শে ফেব্রুয়ারি। রাজ্য সরকারের(Government Of West Bengal) কাছে এই দিনটির গুরুত্ব যে কতখানি তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এবার এই একুশে ফেব্রুয়ারির মধ্যেই ২১ লক্ষ রাজ্যবাসীর একাউন্টে সরকারের পাঠানো টাকা ঢুকে যাবে। তবে কিসের টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে?

এটি হলো ১০০ দিনের কাজ প্রকল্পে যারা কাজ করেছেন তাদের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হবে। এই টাকা নিয়ে অনেক টালবাহানার পর অবশেষে রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অর্থ মেটানোর কথা ঘোষণা করেছেন। গোটা ভারতবর্ষের মতো পশ্চিমবঙ্গেও এই ১০০ দিনের কাজ প্রকল্প চালু হয়ে গিয়েছে।

বাংলায় এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুর্নীতির পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজ প্রকল্পের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়ার অভিযোগ এনেছে কেন্দ্রীয় সরকার। আর দীর্ঘদিন ধরে নিজেদের বকেয়া অর্থ না পাওয়ার ফলে ক্রমশ ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষেরা। তাই লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের তরফ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Government,Mamata Banerjee

আরও পড়ুন: ২৯৫ টি বগি, ৫ টি লোকোমোটিভ, ভারতের সবচেয়ে লম্বা ট্রেনের নাম শুনলে নমস্কার করবেন

রেড রোডের ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে ১০০ দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ ২১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার তিন দিনের মধ্যেই এই বিষয়টি নিয়ে নবান্নের তরফ থেকে গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে।

Darjeeling

এবার মুখ্য সচিব বিপি গোপালিকা জানিয়েছেন, প্রতিটি জেলা প্রশাসনকে ১০০ দিনের প্রকল্পের একাউন্টগুলো আবার খুঁটিয়ে পরীক্ষা করতে হবে এবং সেখানে কোনো ভুয়ো একাউন্ট থাকলে তা বাদ দিয়ে দিতে হবে। এর পাশাপাশি যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে না তারা এই প্রকল্পের অর্থ থেকে বঞ্চিত হবেন।

Papiya Paul

X