নিউজশর্ট ডেস্কঃ পুরীতে(Puri) জগন্নাথ দেবকে দর্শন করার জন্য প্রত্যেক বছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমান। এই পর্যটকদের মধ্যে বেশিরভাগই থাকেন বাঙালি। হিসেব বলছে পশ্চিমবাংলা থেকে বহু মানুষ প্রত্যেক বছর পুরী ভ্রমণের উদ্দেশ্যে যান। আর এবার পুরীতে এই বিপুলসংখ্যক বাঙালি পর্যটকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) একটি বঙ্গনিবাস তৈরি করার ঘোষণা করেছেন।
ইতিমধ্যেই এই ব্যাপারে নবীন পট্টনায়কের সঙ্গে কথাও বলেছেন তিনি। কোন জমিতে বঙ্গনিবাস হবে সেটাও নিজে গিয়ে দেখে এসেছেন মুখ্যমন্ত্রী। আর জমি দেখে পছন্দ হওয়ার পরেই বঙ্গনিবাস তৈরীর পরিকল্পনা শুরু হয়েছে। মূলত এই বঙ্গনিবাস তৈরি হলে একদিকে যেমন সস্তায় থাকার জায়গা পাওয়া যাবে, তেমনি হোটেল নিয়ে বাঙালি পর্যটকদের চিন্তা করতে হবে না। জানা গিয়েছে এই বঙ্গনিবাস তৈরি করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের(West Bengal Government) তরফ থেকে ৮৫ কোটি টাকা খরচ করা হচ্ছে।
খুব শীঘ্রই এই কাজ শুরু হবে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। রাজ্য পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে যে আগামী দুই বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দু একর জমির মধ্যে এই প্রকল্প তৈরি করা হচ্ছে। এই দুই একর জমি উড়িষ্যা সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে উপহার দেওয়া হচ্ছে। এখানে ২ লক্ষ ৩১ হাজার ৩৭২ ফুট জায়গা জুড়ে অতিথিশালা তৈরি করা হবে। যেখানে রেসিডেন্সিয়াল ইউনিট থাকবে ১০৩ টি।
অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামী দিনে পুরীতে হোটেল পাওয়া নিয়ে খুব একটা সমস্যা হবে না। এখানে সাধারণ মানুষের থাকার পাশাপাশি ভিআইপিদের জন্য আলাদা ব্লক রাখা হয়েছে। এই বঙ্গনিবাসের ডিজাইন সম্পর্কে জানা গিয়েছে, দক্ষিণ দিকে ভিআইপিদের থাকার ব্লক থাকবে এবং উত্তর দিকে থাকবে সাধারণ মানুষের থাকার জায়গা। এই ইউনিটগুলোর ডিজাইন ধানের গোলার মত করা হবে।
এখানে কিচেন, প্যান্ট্রি, কনফারেন্স রুম, রেস্তোরাঁ ,ব্যাংকুয়েট এবং গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকবে। এই জায়গায় থাকার খরচ বিলাসবহুল হোটেল গুলোর তুলনায় অনেকটাই কম হবে। তাই অল্প খরচের মধ্যেই সাধারণ মানুষ ভালো জায়গায় থাকার সুযোগ পাবেন।