নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে অনলাইনে খাবার অর্ডার করেন কমবেশি অনেকেই। এই মুহূর্তে ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয় একটি ফুড ডেলিভারি সংস্থা হল সুইগি (Swiggy)। তৈরি করা খাবার ছাড়াও খাবার তৈরির বিভিন্ন উপকরণও সরবরাহ করে থাকে সুইগি।
বর্তমানে সারা দেশেই পাওয়া যায় সুইগির এই পরিষেবা। এবার সুইগির তরফ থেকে স্টক মার্কেটের বাজারে আনা হচ্ছে আইপিও (IPO)। জানা যাচ্ছে ইতিমধ্যেই ব্যাঙ্গালোরের এই সংস্থা শেয়ার হোল্ডারদের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে গিয়েছে। তারপরেই বাজারে আইপিও নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সুইগি।
আসলে সারা দেশ জুড়ে আরও ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যেই বর্তমানে অতিরিক্ত ৩৭৫০ কোটি টাকার মূলধন বিনিয়োগ করতে চাইছে এই সংস্থা। তাই এই মুহূর্তে বাজার থেকে প্রায় ৬৬৬৪ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে সুইগি।
জানা যাচ্ছে শেয়ার হোল্ডারদের তরফ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই এই আইপিও–এর পরিমাণ নির্ধারণ করা হয়েছে। জানা যাচ্ছে, নতুন করে ইকুইটি শেয়ার তৈরি করার জন্য ৩৭,৫০১ মিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও, শেয়ার হোল্ডারদের কাছেও ৬৬,৬৪০ মিলিয়ন টাকার শেয়ার বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে ।
আরও পড়ুন: এখানের বেশিরভাগ লোক IAS-IPS, জানেন কেন এই গ্রামকে ভারতের ‘আইএএস কারখানা’ বলে?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর সুইগি আইপিও তে অ্যাঙ্কার বিনিয়োগকারীদের জন্য ৭৫০ কোটি টাকার শেয়ার দেবে। যদিও এখনো পর্যন্ত সুইগি আইপিও সম্পর্কিত কোন তথ্যই জমা করেনি। জানা যাচ্ছে সুইগির ৩৩ শতাংশ শেয়ার বর্তমানে ডাচ্ তালিকাভুক্ত প্রোসাসের কাছে রয়েছে।
এছাড়াও এই সংস্থার বিনিয়োগকারীদের তালিকায় রয়েছে টেনসেন্ট, এলিভেশন, সফট ব্যাঙ্ক, অ্যাসেল, মেইটুয়ান, নরওয়েজড ভেঞ্চার, ডিএসটি গ্লোবাল, ক্যাপিটাল, কাতার ইনভেস্টমেন্ট অথরিটি ইত্যাদি। এছাড়াও সুইগির সহ প্রতিষ্ঠাতা শ্রীহর্ষ মাজেটির কাছে রয়েছে ৪.২ শতাংশ শেয়ার। নন্দন রেড্ডির কাছে ১.৬ শতাংশ আর ১.২ শতাংশ শেয়ার রয়েছে রাহুল জৈমিনির কাছে। প্রসঙ্গত সম্প্রতি নিজে নতুন স্টার্টাপ তৈরি করার কারণে পদ ত্যাগ করেছেন রাহুল জৈমিনি।