নিউজ শর্ট ডেস্ক: মাত্র ৮০ টাকা খরচ করেই ভবিষ্যতের জন্য সুরক্ষিত করুন সম্পত্তি। নতুন এই বীমা পলিসি (Bima Policy) দিচ্ছে দারুন সুযোগ। দেশজুড়ে চলতে থাকা নির্বাচনী পরিবেশের মধ্যেই ইনহেরিটেন্স ট্যাক্স বা উত্তরাধিকার করের বিষয়টি ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে।
কিন্তু ভেবে দেখুন তো যদি মাত্র ৮০ টাকাতেই সম্পত্তি বীমা কভার পাওয়া যায় তাহলে বিষয়টি কেমন হবে? আসলে সম্প্রতি বীমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই (IRDAI) একটি পরিকল্পনা করেছে। যার মাধ্যমে তারা একটি মডেল নীতিতে কাজ করছে যা জীবন বীমাসহ প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার, দুর্ঘটনাজনিত এবং সম্পত্তির কভার দিয়ে থাকে।
জানা যাচ্ছে আইআরডিএআই-র এই বীমা মডেলটির নাম ‘বীমা এক্সটেনশন’ বা ‘বীমা বিস্তার’ (Bima Vistaar)। অন্যান্য মডেল ইন্সোরেন্সের মতোই এটিও বীমা ট্রিনিটির একটি অংশ হবে। বীমা বিস্তার পলিসির বিশেষ সুবিধা হল এই পলিসিতে মোট ২ লক্ষ টাকার জীবন বীমা পাওয়া যাবে। আর তার জন্য ৮২০ টাকার প্রিমিয়াম দিতে হবে।
তবে ব্যক্তিগত দুর্ঘটনার কভারের জন্য খরচ হবে মাত্র ১০০ টাকা। এই বিশেষ বীমা বিস্তার পলিসিতে মাত্র ৮০ টাকায় সম্পত্তির কভার আর ৫০০ টাকা খরচ করে পাওয়া যায় স্বাস্থ্য বীমা। এইভাবে এই বীমা বিস্তার পলিসিতে সব মিলিয়ে মোট খরচ হয় ১৫০০ টাকা।
আরও পড়ুন: শুধু খাবার কিনে টাকা খরচ নয়, এবার টাকা কামানোর সুযোগ দিচ্ছে Swiggy
এখানেই শেষ নয় এই বীমা বিস্তার পলিসিতে পুরো পরিবারকেও সুরক্ষিত রাখা যেতে পারে। তবে তার জন্য সম্ভবত অতিরিক্ত ৯০০ টাকা প্রিমিয়াম দিতে হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর বীমা বিস্তার পলিসির অধীনে ১০ দিনের জন্য ৫০০ টাকার স্বাস্থ্য কভার পাওয়া যায়। এটি একধরণের হাসপাতাল ক্যাশ হবে।
এই বীমা পলিসিতে স্বাস্থ্য কভার হিসাবে কোনো বিল না দেখিয়েই ৫০০০ টাকা পর্যন্ত দাবি করা যেতে পারে। এই পলিসি যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছানো দরকার। তার পলিসি এজেন্টদের পলিসি বিক্রির ওপর ১০ শতাংশ করে কমিশন দেওয়ার কথাও ভাবা হচ্ছে।