নিউজ শর্ট ডেস্ক: যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttarpradesh) হিড়িক পড়েছে নাম বদলের (Name Change)। মাত্র কদিন আগেই বদলে দেওয়া হয়েছে প্রধান তিনটি রেলওয়ে স্টেশনের নাম। যার মধ্যে অন্যতম, গোমোহো, এলাহাবাদ ও মুঘলসরাই। আর এবার কোপ পড়লো উত্তরপ্রদেশের আমেঠি জেলার আটটি রেল স্টেশনের (Rail Station) ওপর।
জানা যাচ্ছে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উত্তরপ্রদেশ সরকারকে আমেঠি জেলার আটটি রেলস্টেশনের নাম পরিবর্তন করার অনুমতিও দিয়ে দিয়েছে। তাই এখন শুধু সময়ের অপেক্ষা।
জানা যাচ্ছে, স্থানীয় মন্দির, শ্রদ্ধেয় সাধু-সন্ন্যাসী, আইকনিক মানুষজন কিংবা বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানর জন্যই এই রেলস্টেশন গুলির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যাচ্ছে জোট দ্রুত সম্ভব পাল্টে ফেলা হবে উত্তরপ্রদেশের মোট আটটি রেলস্টেশনের নাম। ইটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে উত্তরপ্রদেশের আমেঠি জেলার যে আটটি রেলস্টেশনের নাম পরিবর্তন করা হবেসেই তালিকায় রয়েছে কাসিমপুর হল্ট,জাইস,বানি, মিসরৌলি,নিহালগড়, আকবরগঞ্জ,ওয়ারিশগঞ্জ এবং ফুরসাতগঞ্জ রেল স্টেশন।
আরও পড়ুন: পেপসি-কোকাকোলা অতীত! এবার কম দামের ক্যাম্পা কোলা আনছেন আম্বানি
নাম পরিবর্তনের পর কাশিমপুর হল্টের নাম হবে যাইস সিটি, একইভাবে জাইসের নাম হবে গুরু গোরক্ষনাথ ধাম, বাণী স্টেশনের নাম হবে স্বামী পরমহংস,এছাড়া মিসরৌলি থেকে পরিবর্তন করে নাম রাখা হবে মা কালীকান ধাম, এছাড়াও নিহালগড় নাম বদলে করা হবে মহারাজা বিজলি পাসি, পাশাপাশি আকবরগঞ্জের নাম পাল্টে হয়ে হবে মা অহর্ব ভবানী ধাম। অন্যদিকে ওয়ারিশগঞ্জ স্টেশনের নাম হবে অমর শহীদ ভালে সুলতান এবং ফুরসাতগঞ্জ স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হবে তপেশ্বরনাথ ধাম।