সংখ্যা বেড়েছে গাঙ্গেয় ডলফিনের, সুফল মিলছে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের

সুফল মিলতে শুরু করেছে ৫ বছর আগে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের দ্বারা। এই প্রকল্প শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গঙ্গায় বাড়ছে ডলফিন এর সংখ্যা। পাশাপাশি ৫০ শতাংশ এর বেশি গঙ্গাই এখন বায়োডাইভারসিটি লেভেলের ওপরে আছে। একটি সমীক্ষায় দেখা গেছে যে নদীর ৪৯ শতাংশ নদীর “অত্যন্ত উচ্চমাত্রায় জীববৈচিত্র্য স্তর” রয়েছে।

 

Avatar

Koushik Dutta

X