পি পি ই কিট মাক্স, স্যানিটাইজার, থেকে বঞ্চিত গ্রামীণ চিকিৎসকরা, সুরক্ষার আবেদন সরকারের কাছে

ধীরে দেশে বিধ্বংসী আকার ধারণ করছে করোনা। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও চিকিৎসকরা নিজেদের জীবনকে বাজি রেখে রাত দিন এক করে রোগীর সেবায় নিজেদের নিয়োজিত করে চলেছেন।তবে সরকারের পক্ষ থেকে তাদের পি পি কিট, স্যানিটাইজার, মাস্ক কোন কিছুই দেওয়া হয়নি। পাশাপাশি জীবাণুমুক্তও করা হচ্ছে না। দক্ষিণ 24 পরগনায় গ্রামীণ ডাক্তারদের একটা বড় অংশ রাজ্য সরকারের কাছ থেকে ন্যূনতম সুরক্ষার আবেদন জানিয়েছেন।

Papiya Paul

X