নিউজশর্ট ডেস্কঃ কথায় বলে একটা সরকারি চাকরি (Government Job) জুট গেলেই পোয়া বারো! কারণ বছর বছর মাইনে বাড়বে সাথে ছুটি আর কাজের সিকিউরিটি তো আছেই। বিশেষ করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তো আলাদাই ব্যাপার। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বাড়িয়ে দেওয়া হয়েছিল। ৪% বেড়ে DA হয়েছিল ৫০ শতাংশ। তবে এবার আরও সুখবর মিলেছে।
লোকসভা নির্বাচনের পর তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে মোদী সরকার। তারপরেই অষ্টম বেতন কমিশন কার্যকর করার তোড়জোড় চলছে। এদিক থেকে খুব একটা পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। ৪% বাড়িয়ে বর্তমানে মহার্ঘ্য ভাতা ১৪ শতাংশ হয়ে গিয়েছে।
তবে এবার জানা যাচ্ছে শীঘ্রই রাজ্য সরকারের কর্মীরাও সপ্তম বেতন কমিশনের আওতায় চলে আসবে। আসলে বিগত বেশ কয়েকমাস ধরে বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন রাজ্য সরকারের কর্মীরা। তাই কবে ঘোষণা আসে তার জন্য অপেক্ষায় আছেন বর্তমান কর্মীরা ও অবসরপ্রাপ্ত কর্মীরা।
আরও পড়ুনঃ সন্তানের ভবিষ্যৎ হবে সুরক্ষিত! পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে সামান্য বিনিয়োগেই পাবেন ৩ লাখ
প্রসঙ্গত, বিগত ১৬ই মার্চ কর্ণাটকের সরকারি কর্মীরা রাজ্যের অর্থমন্ত্রী তথা মুখমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে সপ্তম বেতন কমিশনের রিপোর্ট জমা করেছিল। সেখানে তারা দাবি করে মূল বেতনের ২৭.৫% বৃদ্ধ করতে হবে। সেই সময় কর্মীদের আশ্বাস দেওয়া হয় ভোট মিটে গেলে এই বিষয়ে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
এরপর ১৫ই জুন ডিকে শিবকুমার জানান, কর্মীদের সমস্যা সম্পর্কে আমরা অবগত, মন্ত্রীরাও সরকারি কর্মচারীমাত্র। তবে সরকার সপ্তম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে। এই প্রসঙ্গে কর্ণাটক রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের সভাপতি সিএস সদাকশড়ি জানান, জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের শুরুতেই হয়তো সপ্তম বেতন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা রাখেন তিনি।