Tollywood Actor Joyjit Banerjee shares cryptic post om Social Media

‘ট্যালেন্ট দরকার নেই, তেল অন্ত এখন আসল’ বাংলা ইন্ডাস্ট্রির বাস্তব অভিজ্ঞতা নিয়ে সরব জয়জিৎ

নিউজশর্ট ডেস্কঃ টলিউডের অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee) সকলের কাছেই বেশ পরিচিত। সিনেমা, সিরিয়াল থেকে ওয়েব সিরিজ ছোট বড় সব ধরণের চরিত্রেই দেখা গিয়েছে তাকে। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের দক্ষ অভিনয় দিয়ে জিতেছেন মানুষের মন। তবে সম্প্রতি বর্তমান অভিনয়ে ইন্ডাস্ট্রি নিয়ে করা একটি পোস্টের জেরে চর্চায় উঠে এসেছেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়াতে বুধবার জয়জিৎ বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করেন। সেই পোষ্টে লেখা ছিল, ‘ট্যালেন্ট দরকার নেই, তেল অন্ত এখন আসল’। হটাৎ কেন এমন মন্তব্য? কার উদ্দেশ্যেই বা এমন কথা বললেন যিনি? এই প্রশ্ন নিয়েই সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল। উত্তরে মিলেছে আরও কিছু তথ্য যা সত্যিই চমকে দেওয়ার মত। তাই সবটা জানতে প্রতিবেদনটি সম্পর্ন পড়ুন।

ট্যালেন্ট দরকার নেই, তেল অন্ত আসল!

পোষ্ট প্রসঙ্গে আনন্দবাজারকে অভিনেতা জানান, ‘এটাই এখন বাংলার সংস্কৃতি। রাজনীতি থেকে অভিনয় ইন্ডাস্ট্রি সর্বত্র কদরহীন প্রতিভা। এদিন তিনি আরও জানান, ইন্ডাস্ট্রিতে ‘তোলাবাজি’ ও ‘পিআর’ যাদের ভালো আছে তারাই সুযোগ পেয়ে যায়। সেখানেই প্রতিভা অনেক সময় গৌণ হয়ে যাচ্ছে। শিল্পী মানেই তো আবেগ, একটু মুডি হতেই পারেন। শিল্পীরা তো আর জন্য নন!’

Joyjit Banerjee opens up about Bengali Acting Industry

আরও পড়ুনঃ ‘গোল্ড মেডেল বেচে খেতে হয়েছে!’ ছোট-বড় পর্দায় কাজের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে অকপট ছন্দা চট্টোপাধ্যায়

এরপর অভিনেতা বলেন নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে সম্প্রতিকালে তৈরি হওয়া কিছু সমস্যা নিয়ে। তাঁর মতে, ‘ভালো কাজ করলেও দেখেছি, কাজ চেয়েই যেতে হয়’। একদিকে যেমন দর্শকেরা একই অভিনেতা কে বারবার দেখতে চাইছে তেমনি উল্টোদিকে সিনেমা হোক বা ওয়েব সিরিজ একই মুখ দেখা যাচ্ছে! নতুন প্রতিভা উঠে আসছে না, এটাই দুঃখের বিষয়।

অভিনয়ের মান পড়ছে?

বিগত কয়েক মাসে একাধিক সিরিয়াল শুরু ও শেষ হয়েছে। সেই বিষয়েও মুখ খুলেছেন অভিনেতা। তাঁর মতে, কম পারিশ্রমিক নিয়ে নতুন মুখ নিয়ে কাজ চলছে, যার ফলে একটা সময়ের পর গুণমান ঠিক থাকছে না। আর তারপর TRP কমলেই বন্ধ হচ্ছে ধারাবাহিকগুলি। তবে নতুনদের ক্ষেত্রে আরও ভয়ানক যেটা সেটা হল প্রথম কাজ হিট না হলেই বাতিলের খাতায় ফেলে দেওয়া হচ্ছে।

অভিনেতার মতে, ‘আমরা কি এক দিনেই অভিনেতা হয়েছি নাকি! সোম ধরণের চোরতো করেছি, এখন তো শুরুতেই নায়ক বা নায়িকা করে দেওয়া হচ্ছে। আর তারপর না পারলেই বাদ’। এরপর অবশ্য এই পরিস্থিতি বদলানোর জন্য কি প্রয়োজন সেই বিষয়েও জানানেন অভিনেতা। তিনি বলেন, আমার একার উপর নির্ভর করে তো আর ইন্ডাস্ট্রি চলে না! এটা প্রযোজকদের উপর নির্ভর  করে। তাছাড়া ধারাবাহিকের ক্ষেত্রে চ্যানেলেরও নানান বক্তব্য থাকে। তাই সম্প্রতিকালে হওয়া ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আলোচনা করিয়ে সমাধান বেরিয়ে আসতে পারে বলে মনে করেন তিনি।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X