নিউজশর্ট ডেস্কঃ বিগত কিছু দিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট (Anant Ambani Radhika Marchent wedding)। গত ১২ জুলাই মুম্বইয়ের জিও কনভেনশান সেন্টারে মুকেশ ও নীতা আম্বানির ছোট পুত্র অনন্তের সাথে চার হাত এক হয় বীরেন ও শায়লা মার্চেন্টের ছোট মেয়ে রাধিকার। আম্বানি পরিবারের এই আনন্দের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। বলিউডের শাহরুখ-সলমন-সঞ্জয় দত্ত-অমিতাভ বচ্চনের মতো অভিনেতারা উপস্থিত ছিলেন ।
সাথে ছিলেন ধোনি, ঋষভ পন্ত, সচিন তেন্ডুলকররাও। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। ছিলেন মোদী, মমতা, উদ্ভব ঠাকরেরা। তবে এই অনুষ্ঠানেই দর্শকদের মন কেড়ে নেন আরও এক অতিথি। বিয়ের দিন থেকে রিসেপসান সব অনুষ্ঠানেই সোনা-হিরে সহ বহু মুল্যবান রত্নে সেজেছিলেন অনন্ত-রাধিকা। সেই সঙ্গে অতিথিদের ছিল সাজও দারুন। তবে সব থেকে নজরকাড়া সাজ ছিল বরের লোমশ বন্ধু “হ্যাপি”-র। গোল্ডেন রিট্রিভারটি গায়ে পরে ছিল লাল রঙের শেরওয়ানি। এই ভিডিও প্রকাশ্যে আসতেই মন কেড়ে নেন এই কুকুর। তবে কুকুর হলেও আম্বানি দের অন্তর জুড়ে থাকে সে।
“হ্যাপি” চড়েন বিলাসবহুল গাড়ি
আম্বানিদের প্রতিটি সদস্যের মতো এই কুকুরটিও চড়েন বহু মূল্যের গাড়ি। সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে,হ্যাপি, পরিবারের প্রিয় পোষ্য, একটি মার্সিডির্সি জ-বেঞ্জ জি ৪০০ডি-এ চড়ে, যার বাজার মূল্য ৪ কোটি টাকা। যদিও আম্বানিদের ব্যবহারের জন্য উচ্চ নিরাপত্তার মার্সিডিজ G 63 AMG-র মতো গাড়ি রয়েছে।
আরও পড়ুনঃ বিয়ের খরচই ৫০০০ কোটি! অনন্ত-রাধিকার মত কয়েকশো কোটির উড়িয়ে এলাহী বিয়ে করেছিএখন এই ৫ দম্পতি
তবে জ-বেঞ্জ জি ৪০০ডি মডেলটি শুধুমাত্র হ্যাপির জন্য। এর আগে, হ্যাপি একটি টয়োটা ফরচুনার এবং একটি টয়োটা ভেলফায়ার ব্যবহার করেছিল। তবে এর আগে অনন্তর সঙ্গে হ্যাপিকে দেখা গিয়েছিল নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে। সেইসময় প্রাইভেট জেটে করে নিউ ইয়র্ক যাতায়াত করতে দেখা গিয়েছিল এই সারমেয়কে।
প্রসঙ্গত, একটি সাক্ষাত্কারে, নীতা আম্বানি প্রকাশ করেছিলেন যে তিনি কেবল একজন মা এবং ঠাকুরমা নন, একজন “কুকুর মা”ও। তিনি তার ছেলে অনন্তের বিপথগামী কুকুরের প্রতি ভালোবাসার কথা বলেছিলেন; এবং তাদের পোষা কুকুর হ্যাপি, যে আম্বানি পরিবারের একটি অংশ । “তিনি বলেন , আমিও একজন কুকুরের মা… আমার ছেলে অনন্ত কুকুরকে উদ্ধার করে; তার 5,000 বিপথগামী কুকুর আছে, কিন্তু আমার শুধুমাত্র একজন আছে যে আমার পরিবার এবং আমরা তাকে হ্যাপি বলি,” বলে জানান নীতা।