নিউজশর্ট ডেস্কঃ দেশের মানুষের সুবিধার্থে রাজ্য থেকে শুরু করে কেন্দ্র সরকার (Central Government) সকলেই জন কল্যাণকর প্রকল্প (Government Scheme) চালু করেছেন। মহিলাদের কথা চিন্তা করে কন্যাশ্রী , রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প চালু হয়েছে। প্রতি মাসের ১০০০ থেকে ১২০০ টাকা পেয়ে উপকৃত হন মহিলারা। তবে এবার শুধু মহিলারা নন, পুরুষদের জন্যও চালু হতে চলেছে নয়া প্রকল্প।
সম্প্রতি পুরুষদের জন্য এক বড় উদ্যোগ নিল এই রাজ্য। ঘোষিত হতে চলেছে পুরুষদের জন্য এক বিরাট প্রকল্প। এর মাধ্যমে উপকৃত হবেন প্রায় কয়েক লাখ নাগরিক। শুধু ভাতা হিসেবে নয়, বেকারত্ব দূরীকরণেও এই প্রকল্প সাহায্য করবে বলে দাবি সরকারের। তবে দুঃখের বিষয় এটাই যে এই প্রকল্প বাংলায় চালু হচ্ছে না।
এবার ছেলেরাও পাবে ১০,০০০ টাকা!
সম্প্রতি ছেলেদের ৬,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। লোকসভা ভোট সম্পন্ন হতে না হতেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। এবার ভোটের আগেই পুরুষদের জন্য একটি দুর্দান্ত প্রকল্পের কথা ঘোষণা করা হল। ওই রাজ্যের সকল দ্বাদশ উত্তীর্ণ ছেলেদের জন্য ‘লাডলা ভাই’ নামের একটি বিশেষ স্কিম নিয়ে আসার কথা ঘোষণা করেছে সরকার।
এই প্রকল্পের অধীন দ্বাদশ শ্রেণির পাশ ছাত্রদের প্রত্যেক মাস ৬,০০০ টাকা করে দেওয়া হবে। ডিপ্লোমা করা ছাত্ররা মাসে ৮,০০০ টাকা এবং স্নাতক পাশ যুবকদের মাসিক ১০,০০০ টাকা করে প্রদান করবে সরকার। এই প্রকল্পের ফলে ওই রাজ্যের বহু যুবকের সুবিধা হল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ Jio, Airtel, Vi এর খেলা শেষ! মাত্র ২২৯ টাকাতেই লোভনীয় ফিচার্স, একাই বাজার কাঁপাচ্ছে BSNL
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মহারাষ্ট্রে বিরোধীরা যুবকদের মধ্যে বাড়তে থাকা বেকারত্বের বিষয়টি নিয়ে সরব হচ্ছে। তবে এবার রাজ্যের ছেলেদের জন্য একটি দুর্দান্ত স্কিম ঘোষণা করে বিরোধীদের কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেন, ‘এই স্কিমের অধীন আমাদের সরকার রাজ্যের যুবকরা যে কারখানায় কাজ করবে সেখানে তাঁদের প্রশিক্ষণ দেয়া হবে এবং মাসিক টাকা প্রদান করা হবে। ইতিহাসে এই প্রথম কোনও সরকার এমন প্রকল্প চালু করল। আশা করছি, এই স্কিমের মাধ্যমে আমরা বেকারত্বের সমাধান খুঁজে পাব’।