নিউজশর্ট ডেস্কঃ চলতি বছরে গত ২৬ জুলাই থেকে শুরু হয়েছে প্যারিসে অলিম্পিক (Paris Olympic 2024) । চলবে ১১ অগাস্ট অবধি। সোনা, রুপো ও ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে ক্রীড়াবিদরা নামবেন ব্যক্তিগত ও দলগত ইভেন্টে। নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা প্রথম স্থান যিনি অর্জন করবেন, তিনি পাবেন সোনার পদক। দ্বিতীয় স্থানাধিকারী রুপো এবং তৃতীয় স্থানাধিকারী ব্রোঞ্জের পদক লাভ করেন। তবে এই স্বর্ণপদকে আদপে থাকেই না সোনা!
পুরো সোনা দিয়ে অলিম্পিক্সের স্বর্ণপদক শেষবার দেওয়া হয়েছিল ১৯১২ সালের স্টকহোম গেমসে। তারপর থেকেই স্বর্ণপদক হচ্ছে গোল্ড প্লেটেড সিলভার মেডেল। ১৮৯৬ সালের অলিম্পিক্সে যাঁরা চ্যাম্পিয়ন হয়ে প্রথম পুরস্কার পেয়েছিলেন, তাঁদের সোনার পদক দেওয়া হয়নি। তবে এবার প্যারিসে অলিম্পিক্সে থাকছে এক নতুন চমক। প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে অলিম্পিক্সে।
প্যারিসে অলিম্পিক্সে কি চমক থাকছে?
প্যারিস অলিম্পিক্সের পদকগুলির ব্যাস থাকছে ৮৫ মিলিমিটার, পদকগুলি হবে ৯.২ মিলিমিটার পুরু। সোনার পদকের ওজন ৫২৯ গ্রাম। রুপোর পদকের ওজন ৫২৫ গ্রাম। ব্রোঞ্জ পদকের ওজন ৪৫৫ গ্রাম। তবে অলিম্পিক্সের সোনার পদকে আদপে থাকেই না পুরোটা সোনা! ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির তরফে এই পদকগুলির নকশা এবং নির্মাণ সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন তৈরি করা হয়। তাদের নিয়মানুযায়ী, স্বর্ণপদকের বেশির ভাগ অংশ যে ধরনের রুপো দিয়ে তৈরি, তাতে বিশুদ্ধতার পরিমাণ অন্তত ৯২.৫ শতাংশ হতে হবে।
রুপোর উপর অন্তত ছ’গ্রাম ওজনের বিশুদ্ধ সোনার পাত দিয়ে মুড়ে দেওয়া হয় স্বর্ণপদকটি। প্যারিস অলিম্পিক্সে প্রতিযোগীদের যে স্বর্ণপদক দেওয়া হচ্ছে, ভারতীয় মুদ্রায় তার মূল্য ৮০ হাজার টাকার কাছাকাছি।প্যারিস অলিম্পিক্সে যে পদকগুলি প্রতিযোগীদের দেওয়া হচ্ছে, তার মধ্যে থাকছে ইতিহাসের ছোঁয়া। বিশ্বের সেরা সৃষ্টিগুলির অন্যতম আইফেল টাওয়ার। বহু ইতিহাসের সাক্ষী প্যারিসের আইফেল টাওয়ারের ছোঁয়া থাকছে এ বারের অলিম্পিক্সের পদকে। যে লোহা দিয়ে আইফেল টাওয়ার তৈরি করা হয়েছে, সেই লোহা দিয়েই তৈরি করা হয়েছে অলিম্পিক্সের প্রতিটি পদক।
আরও পড়ুনঃ সাদা নয়, বরং কুচকুচে কালো! কোন প্রাণীর থেকে পাওয়া যায় ব্ল্যাক মিল্ক? জানলে অবাক হবেন
অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথম কোনও দেশ তাদের জাতীয় স্মৃতিস্তম্ভের অংশ ব্যবহার করছে। আয়োজকেরা জানিয়েছেন, প্রতিটি পদকে আইফেল টাওয়ারে ব্যবহৃত ১৮ গ্রাম লোহা থাকছে। পদকের গোল চাকতির মাঝে থাকছে একটি ষড়ভুজাকৃতি অংশ। পদকের মাঝের ওই অংশে ব্যবহৃত হয়েছে ওই লোহা।ফ্রান্সের একটি অলঙ্কার নির্মাণ সংস্থা এ বার প্যারিস অলিম্পিক্সের পদক তৈরি করেছে।
প্রসঙ্গত, প্যারিস অলিম্পিক্সে মাত্র দু’দিনের ব্যবধানে দু’টি ব্রোঞ্জ পদক জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ইভেন্টের পর মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন তিনি। প্রথম মহিলা ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে একই অলিম্পিক্সে দু’টি পদক জিতলেন মনু।ব্রোঞ্জ পদকের অধিকাংশই তামা দিয়ে তৈরি। তা ছাড়া ব্রোঞ্জ পদক নির্মাণে লোহা এবং দস্তারও প্রয়োজন হয়।