নিউজশর্ট ডেস্কঃ সরকারের তরফ থেকে দরিদ্র তথ্য মধ্যবিত্ত মানুষদের জন্য নানা প্রকল্প চালু করা হয়েছে। তবে দেশের সর্বত্রই যে প্রকল্প সমাদৃত তা হল বিনামূল্যে রেশন। প্রায় ৮০ কোটি মানুষকে ফ্রীতে চাল ও গম দেওয়া হয় প্রতিমাসে। তবে এবার আর রেশনে গিয়েও লাইন দিতে হবে না। এটিএম এর মত যখন খুশি গেলেই পাওয়া যাবে চাল।
হ্যাঁ ঠিকই দেখছেন, চালু হয়েছে চালের এটিএম। ঠিক যেমন ব্যাঙ্কের এটিএম কার্ড দিয়ে মেশিন থেকে টাকা তোলা যায়। তেমনি এবার থেকেই স্পেশাল কার্ডের মাধ্যমে মিলবে রেশনের চাল। অর্থাৎ দোকানের সামনে লম্বা লাইনের ছবিটা খুব শীঘ্রই পাল্টে যেতে চলেছে। কিন্তু কিভাবে কাজ করবে এই চালের এটিএম? তাছাড়া কোথায় চালু হল এটি? সব প্রশ্নের উত্তর পেতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
কিভাবে কাজ করবে চালের এটিএম?
যেমনটা জানা যাচ্ছে ATM মেশিনের মত এখানেও টাচস্ক্রিনের ব্যবস্থা থাকবে। প্রথমেই সেখানে নিজের রেশনকার্ডের নাম্বার এন্টার করতে হবে। তারপর বায়োমেট্রিক অথেনটিকেশন চাইবে মেশিন। এই সময় নিজের আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তাহলেই আপনার রেশনকার্ডে যতটা চাল প্রাপ্য ততটা বেরিয়ে আসবে। এই মেশিনের সাহায্যে ২৫ কেজি পর্যন্ত চাল পেয়ে যাবেন কার্ড হোল্ডাররা।
কোথায় চালু হল এই অভিনব সিস্টেম?
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ওড়িশার ভুবনেশ্বরের মঞ্চেশ্বরে উদ্বোধন করা হয়েছে এই রাইস এটিএম। খাদ্য সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী ক্রুশনাচন্দ্র পাত্র নিজে এটির উদ্বোধন করেন। এর আগে ২০ই জুন এই বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তবে জানা যাচ্ছে, শীঘ্রই গোটা রাজ্যে এমন ৩০টি এটিএম বসানো হবে। এছাড়াও এক দেশ এক রেশন প্রকল্পে অন্য রাজ্যেও একইরকম রাইস এটিএম বসানো হবে।
আরও পড়ুনঃ ভবিষ্যৎ হবে সুরক্ষিত! ৫ কোটি টাকার দুর্দান্ত ইন্স্যুরেন্স প্ল্যান লঞ্চ করল LIC
প্রসঙ্গত, রেশন কার্ডের ক্ষেত্রে একাধিক জালিয়াতির খবর মিলেছে বহুবার। তাই নতুন এই এটিএম এর কার্ড দেওয়া আগে আসল গ্রাহকদের চিহ্নিত করা হবে। ফলে যারা ভুয়ো রেশন কার্ড ব্যবহার করছেন তাদের নাম বাতিল হয়ে যাবে। ফলে যারা সত্যিকারের গরিব তারাই বিনামূল্যে চাল ও গম পেতে পারবে।