নিউজশর্ট ডেস্কঃ UPI আসার পর থেকেই ভারতের ডিজিটাল লেনদেন (Digital Transaction) বহুগুণে বেড়ে গিয়েছে। আগে যেখানে অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে ব্যাঙ্কে গিয়ে লাইনে দাঁড়াত হত সেখানে মোবাইলে কোড স্ক্যান করলেই দিব্যি কয়েক সেকেন্ডের টাকা চলে যাচ্ছে। এমনকি দোকানে খুচরোর সমস্যাও মিটেছে এই ইউপিআই পেমেন্টের চক্করেই। এককথায় বলতে গেলে বর্তমানে UPI ছাড়া বেশ সমস্যায় পড়তে হয় সকলকেই। সম্প্রতি জানা যাচ্ছে UPI সিটেমে আরও একটি নতুন ফিচার্স চালু হতে চলেছে। যার জেরে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতে পারেন।
আসছে UPI ব্যবহারের নতুন নিয়ম
আসলে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা ও আধুনিকীকরণের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। এতদিন UPI ট্রানজেকশনের জন্য কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক করতে হত সকলকেই। তবে এবার আর সেটাও লাগবে না। হ্যাঁ ঠিকই দেখছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও করা যাবে UPI এর সাহায্যে লেনদেন। শীঘ্রই চালু হতে চলেছে এই সুবিধা।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই হবে UPI লেনদেন
এখন আপনার মনে দুটি প্রশ্ন আসতেই পারে, একটি হল হটাৎ কেন অ্যাকাউন্ট ছাড়া UPI চালুর প্রয়োজন হল। আরকেটি হল কিভাবে কাজ করবে এই UPI? সমস্ত প্রশ্নের উত্তর পেতে চাইলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। প্রথমেই আসি কেন এই পদ্ধতি চালু হচ্ছ তাতে। কারণ এখনও ভারতের বহু মানুষ আছেন যাদের কাছে স্মার্টফোন নেই। তাই আরও বেশি মানুষের কাছে ইউপিআই পৌঁছানো ও টাকার লেনদেন আরও উন্নত করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন পদ্ধতিতে যে একেবারেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগছে না তা কিন্তু নয়।
এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নের উত্তরে, কিভাবে কাজ করবে নতুন ধরণের এই UPI? এর জন্য ব্যবহারকারীর একটি মোবাইল নাম্বার ও আধার কার্ড থাকতে হবে। আসলে নতুন নিয়মের ফলে পরিবারের কোনো এক জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই হবে। তার UPI অ্যাকাউন্ট শেয়ার করে বাকি সদস্যরা ব্যবহার করতে পারবেন। যদিও সমস্ত কিছু প্রধান ব্যবহারকারী নিজে কন্ট্রোল করতে পারবেন। তবে বাকিদের সাথে শেয়ার করলে তারাও UPI ব্যবহার করতে পারবেন। এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘ডেলিগেটেড পেমেন্ট সিস্টেম।’
আরও পড়ুনঃ প্রতিবছর মিলবে ১২,০০০ টাকা! সময় থাকতে আবেদন করুন NMMSE স্কলারশিপে, রইল সম্পূর্ণ পদ্ধতি
নতুন এই পদ্ধতি চালু হলে একটি পরিবারের একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েই ৩-৪ জন UPI ব্যবহার করতে পারবেন। এর ফলে মোট UPI ব্যবহারের সংখ্যা যেমন বাড়বে তেমনি বাড়বে মোট ডিজিটাল লেনদেনের পরিমাণও। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টেই এই সুবিধা পাওয়া যাবে। ক্রেডিট কার্ড বা লোনের ক্ষেত্রে এমন কোনো সুবিধাই পাওয়া যাবে না। ঠিক কবে থেকে এই পদ্ধতি চালু হবে সেটা এখুনি জানা যায়নি।