Government of West Bengal Medhashree Scholarship

ভুলে জানান ১০০০, এবার মিলবে ৯৬০০! রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন না করলেই লস

পার্থ মান্নাঃ রাজ্যের দরিদ্র তথা মধ্যবিত্ত মানুষদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। বিশেষ করে নারীদের ক্ষমতায়নে ও আর্থ সামাজিক উন্নয়নের জন্য বদ্ধ পরিকর রাজ্য সরকার। সেই কারণে লক্ষীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী ইত্যাদি স্কিম শুরু করা হয়েছে। তবে আরও একটি স্কলারশিপ রয়েছে যেখানে আবেদন করলে বছরে ৯৬০০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই আপনাদের জানাবো।

মেধাশ্রী স্কলারশিপ (Medhashree Scholarship)

স্কুলে পড়া ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপ পোগ্রাম হল মেধাশ্রী। এই বৃত্তি প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে আবেনদকারীরা প্রতিমাসে ৮০০ টাকা হিসাবে বছরে ৯৬০০ টাকা করে পেয়ে যাবে। মূলত আর্থিক কারণে যাতে পড়ুয়াদের পড়াশোনায় কোনো অসুবিধা না হয় তার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছিল। তবে সকলে এই প্রকল্পে আবেদন করতে পারবে না শুধুমাত্র SC, ST ও OBC অর্থাৎ অনগ্রসর জনজাতি ও উপজাতির ছাত্রছাত্রীরা  এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।

মেধাশ্রীতে আবেদনের জন্য যোগ্যতাঃ

১। যদি কেউ এই প্রকল্পের জন্য আবেদন করতে চায় তাহলে তাকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। নিচে সেগুলির সম্পর্কে জনানো হলঃ
২। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ও সরকারি স্কুলে পড়াশোনারত থাকতে হবে।
৩। আবেদনকারীর ছাত্র ছাত্রীকে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হতেই হবে।
৪। আবেদনকারীর পরিবারের বার্ষিক যায় বছরে ২.৫ লক্ষ টাকা বা তার কম হতে হবে।
৫। আবেদনকারীর অবশ্যই SC, ST বা OBC জাতীয় কোনো সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত হওয়ার শংসাপত্র থাকতে হবে।

কিভাবে আবেদন করা যাবে?

১। মেধাশ্রীতে আবেদন করতে চাইলে প্রথমেই অফিসিয়াল সরকারি ওয়েবসাইট (নিচে লিঙ্ক দেওয়া আছে) ভিজিট করতে হবে।
২। এরপর সেখানে “Student Area” থেকে “New Registration” এ ক্লিক করতে হবে।
৩। এরপর নিজের জেলা বেছে নেওয়ার পর নতুন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেটাকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে।
৪। আবেদন ফর্ম পূরণ করে নেওয়া হয়ে গেলে শুরু থেকে সবটা একবার চেক করে নেওয়ার পর সেটা সাবমিট করে দিলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আধার কার্ড
  • শেষ পরীক্ষার রেজাল্টের জেরক্স
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র
  • জাতিগত শংসাপত্র
  • পারিবারিক আয়ের শংসাপত্র
  • আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টার তথ্য
  • কালার পাসপোর্ট সাইজ ছবি

অফিসিয়াল ওয়েবসাইট : Official Website

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X