Gold Price dropped before Dhanteras see Gold and Silver Rates in Kolkata Today

ধনতেরসের আগেই ৪৯০০ টাকা সস্তা সোনা! আজ কলকাতায় ১০ গ্রাম সোনার দাম কত?

পার্থ মান্নাঃ সামনেই ধনতেরস, এই সময় সোনা কেনা শুভ বলে মনে করেন অনেকেই। এই কারণে দীপাবলি থেকে শুরু করে ধনতেরসের দিনে সোনার দোকানে ব্যাপক ভিড় লক্ষ করা যায়। যদিও সোনার দাম ৮০ হাজারের গন্ডি পেরিয়ে যাওয়ায় মানুষ সোনা কিনতে গিয়েও পিছপা হচ্ছিলেন। তবে এবার সুখবর মিলেছে! ধনতেরসের আগেই কলকাতায় সোনার দাম অনেকটা কমে গিয়েছে। তাই আপনি যদি সোনা কেনার প্ল্যান করে থাকেন এটাই সঠিক সময় হতে পারে। চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় কত টাকায় বিক্রি হচ্ছে সোনা ও রুপা।

আজ কলকাতায় সোনার দাম

আজকে যদি আপনি ২২ ক্যারেট গহনা সোনা কিনতে চান তাহলে আজ ১ গ্রামের জন্য ৭৩১৫ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৭৩ হাজার ১৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৩১ হাজার ৫০০ টাকা খরচ করতে হবে। তবে ভালো খবর হল এই যে গত ২৪ ঘন্টায় সোনার দাম প্রতি দশ গ্রামের জন্য ৪৫০ টাকা ও একশো গ্রামে ৪৫০০ টাকা কমে গিয়েছে।

অবশ্য যদি খাঁটি ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে খরচ একটু বেড়ে যাবে। আজ কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে হলে ৭৯৮০ টাকা দাম পড়বে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৭৯ হাজার ৮০০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৯৮ হাজার টাকা খরচ হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, গতকালের তুলনায় দশ গ্রাম সোনার দাম ৪৯০ টাকা ও একশো গ্রামের জন্য ৪৯০০ টাকা কম খরচ হবে।

তবে সস্তায় সোনা কিনতে চাইলে আপনাকে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। আজ ১ গ্রাম আঠেরো ক্যারেট সোনার জন্য ৫৯৮৫ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৫৯ হাজার ৮৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৫ লক্ষ ৯৮ হাজার ৫০০ টাকা খরচ হবে। তবে সুখবর হল এক্ষেত্রেও সোনার দাম প্রতি দশ গ্রামে ৩৭০ টাকা ও একশো গ্রামের জন্য ৩৭০০ টাকা কমে গিয়েছে।

আজকে কলকাতায় রুপার দাম

কিছুদিন আগেই ৮০ হাজার টাকা পেরিয়ে গিয়েছিল সোনার দাম। তাই সোনা একপ্রকার মধ্যবিত্তের বাজেটের বাইরে চলে যাচ্ছে বলা যেতেই পারে। সেই কারণে আজকাল অনেকেই রুপার গহনা করতে আগ্রহী হচ্ছেন। আপনি যদি আজ রুপার কিছু কিনতে চান তাহলে দশ গ্রামের জন্য ৯৮০ টাকা ও একশো গ্রামের জন্য ৯৮০০ টাকা খরচ হবে। অর্থাৎ আজ কলকাতায় রুপা ৯৮,০০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X