পার্থ মান্নাঃ কলকাতা শহরে যাতায়াতের জন্য রাস্তা আছে ঠিকই তবে তাতে গাড়ির সংখ্যা এতটাই বেশি যে অনেক সময় রাস্তা পারাপারের জন্যও বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়। এই সমস্যার সমাধানে আন্ডারপাস তৈরী হয়। তবে ২০২২ সালে প্রথম মাল্টি-টায়ার আন্ডারপাস বা বলা ভালো দোতলা আন্ডারপাস তৈরির কাজ শুরু হয়। যেটা গতবছরই জুলাই মাসে চালু হয়। এর ফলে একদিকে যেমন নিশ্চিন্তে যাতায়াত করতে পারেন পথচারীরা বা দুটি আলাদা স্তরে যানবাহন চলাচলেও কোনো অসুবিধা হয় না। এবার জানা যাচ্ছে দ্বিতীয় দোতলা আন্ডারপাস।
কলকাতায় মাল্টি টায়ার আন্ডারপাস
প্রথম যে আন্ডারপাস নিউটাউনে চালু হয় সেটা রাজারহাট থেকে এয়ারপোর্টের দিকে যাওয়া গাড়ির ক্ষেত্রে অনেকটাই সুবিধা করে দিয়েছে। এদিকে উপর দিয়ে সল্টলেক বা করুণাময়ী থেকে সোজা নজরুলতীর্থ বা ইউনিটেকের দিক থেকে আসার জন্য খোলা হয়েছে। কিন্তু মুশকিল হল সময়ের সাথে সাথে আরও বাড়ছে গাড়ির সংখ্যা। ফলে আরও একটি আন্ডারপাস তৈরি আবশ্যক বলে মনে করা হচ্ছে।
তৈরী হবে দ্বিতীয় মাল্টি টায়ার আন্ডারপাস
যেমনটা উপরে বলা হয়েছে ক্রমাগত বাড়তে থাকা গাড়ির সংখ্যা ও ভবিষ্যগ পরিকল্পনার জন্য আরও একটি আন্ডারপাস তৈরী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটা নিউটাউনের টাটা মেডিকেল সেন্টার ক্রসিংয়ের কাছে বানানো হবে। এর নিচের অংশ পথচারীদের জন্য বরাদ্দ করা হবে। আর উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। এরফলে একদিকে যেমন পথচারীদের সুরক্ষা নিশ্চিত হবে তেমনি দুর্ঘটনার সংখ্যাও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
তবে এখানেই শেষ নয় কাজ। পথচারীদের সুবিধার্থে একাধিক সাবওয়ে নির্মাণের কাজও চলছে। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, ওয়েস্টিং হোটেল, স্মার্ট কানেক্ট থেকে শুরু করে চিনারপার্কের কাছে সাবওয়ে বানানো হচ্ছে পথচারীদের জন্য। যাতে ব্যস্ত গাড়ি চলাচলের রাস্তা পারাপার না করে নিশ্চিন্তে এপার থেকে ওপর হতে পারেন সকলে।