পার্থ মান্নাঃ আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ধনতেরস। এক দিন পেরোলেই কালীপুজো ও দীপাবলির উৎসবে মেতে উঠবে বাঙালি। কিন্তু এরই মাঝে চিন্তা জাগাচ্ছে আকাশের ভাব গতিক। কারণ আবহাওয়া দফতর বলছে কালীপুজো থেকে দীপাবলিতে হালকা বৃষ্টি হলেও হতে পারে। যদিও এরপর ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার দেখা পাওয়া যাবে। তাহলে কাল বুধবার কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক মৌসম ভবন বা IMD এর আগামীকালের আবহাওয়ার আপডেট।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনাই বেশি। অবশ্য রোদের দেখা যে একেবারে মিলবে না তা নয়। তবে বিকেলের দিকে মেঘের আনাগোনা বাড়লে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানা যাচ্ছে আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গেও আগামীকাল কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নাদিয়া জেলায় হালকা থাকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলাগুলিতে আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি। আর ভারী বৃষ্টিরও সম্ভাবনা নেই বললেই চলে।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া ফের বদলাতে শুরু করেছে। আগামীকাল অর্থাৎ বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বৃষ্টির হবে না শুষ্ক আবহাওয়া থাকবে বলেই আশা করা হচ্ছে।
কবে শীত পড়বে বাংলায়?
দুর্গাপুজো শেষ হওয়ার পরেই বাংলায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে কয়েকদিন দুর্যোগের আবহাওয়া তৈরী হয়েছিল। এই সময় যেমন ঝোড়ো হাওয়া বইছিল তেমনি তাপমাত্রাও কমে গিয়েছিল অনেকটাই। তাই অনেকেই ভেবেছিলেন যে হয়তো শীত পড়তে শুরু হয়ে গেল। কিন্তু সেগুড়ে বালি! দানার প্রভাব শেষ হতেই ফের বেড়েছে উষ্ণতা। তাহলে কবে শীত পড়বে এবছর? আবহাওয়া দফতরের মতে এবছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ জাকিয়ে ঠান্ডা অনুভব করতে পারা যাবে।