পার্থ মান্নাঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা ভালো কাজের জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে যুবক যুবতীদের। তবে দেশের যুব সম্প্রদায়কে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কাজের জন্য তৈরি করা বা ব্যবসার জন্য আগ্রহী করতে উদ্যোগ নিয়েছে সরকার। সেই কারণেই কালীপুজো ও দীপাবলির উৎসবের মরসুমী বড়সড় উপহার নিয়ে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আজ অর্থাৎ ২৯ অক্টোবর পিএম রোজগার মেলার (PM Rojgar Mela) নিয়ে বিশেষ বক্তৃতা রাখলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী রোজগার যোজনায় ৫১ হাজার চাকরি (PM Rojgar Yojana)
দীপাবলি শুভেচ্ছা জানানো মাধ্যমে এদিনের বক্তব্য শুরু করেন মোদি। এরপর প্রধানমন্ত্রী রোজগার মেলার অধীনে প্রায় ৫১ হাজার যুবকদের হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলেন তিনি। আসলে দেশের যুবসমাজের মধ্যে বেকারত্বের সমস্যা বাড়তে থাকায় সরকারি প্রচেষ্টায় কাজ দেওয়ার উদ্দেশ্যেই রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই ৫১ হাজার বেকারদের মুখে হাসি ফোটালেন নরেন্দ্র মোদি।
২০২২ সালের ২২ শে অক্টোবর প্রথম শুরু হয়েছিল প্রধানমন্ত্রী রোজগার মেলা। এই মেলার মাধ্যমে একদিকে যেমন প্রেসার দিয়ে চাকরি দেওয়া হয়, তেমনই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এছাড়া অনলাইন পোর্টালের মাধ্যমে প্রায় ১৪০০ এরও বেশি ই লার্নিং সিলেবাসের অ্যাকেসেস দেওয়া হয়। যার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার সময় নিজেদের মতো করে বিভিন্ন স্কিল সম্পর্কে শিক্ষা লাভ করতে পারে প্রার্থীরা।
বেকার যুবকদের সরকারের উদ্যোগে চাকরি
যেমনটা জানা যাচ্ছে এবছর দেশের মোট 40 জায়গায় প্রধানমন্ত্রী রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। মূলত ফ্রেশারদেরকেই এই মেলার মাধ্যমে কাজের সুযোগ দেওয়া হয়ে থাকে। সরকারের রাজস্ব বিভাগ থেকে শুরু করে উচ্চশিক্ষা, স্বরাষ্ট্র মন্ত্র স্বাস্থ্য থেকে পরিবার মন্ত্রকে এই রোজগার মেলার মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এদিনের রোজগার মেলা থেকেই দেশের সত্তর বছর বা ৭০ বছরের বেশি বয়সের প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করার কথাও ঘোষণা করেন নরেন্দ্র মোদি। এর ফলে আয়ুষ্মান ভারত ছাড়াও ভারতবর্ষের প্রতিটি পরিবারের সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা করে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা করে দেওয়া হবে।