পার্থ মান্নাঃ আর মাত্র দুটো দিন তারপরেই শেষ হয়ে যাচ্ছে অক্টোবর মাস। গোটা মাসটাতেই দুর্গা পুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো এবং একেবারে শেষে কালীপুজো সবমিলিয়ে ছুটিতে ছুটিতেই কাটিয়েছেন সরকারি কর্মীরা। তাছাড়া নভেম্বর মাসে ছট পুজো থেকে শুরু করে একাধিক সরকারি ছুটি রয়েছে। এরই মাঝে ফের সুখবর এল সরকারি কর্মীদের জন্য। বাড়তি ছুটির ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।
নভেম্বর মাসে অতিরিক্ত ছুটি ঘোষণা রাজ্যে
আসলে উৎসবের মাঝেই রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আয়োজন শুরু হচ্ছে। সেই কারণেই এই নতুন করে ছুটির ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ই নভেম্বর নৈহাটি, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া ও সিতাইয়ে বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এই দিন আলাদা করে ছুটির ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে।
৬ বিধানসভা কেন্দ্রে ছুটি ঘোষণা
জানা যাচ্ছে বিধানসভা ভোট উপলক্ষে সমস্ত সরকারি অফিস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ), পঞ্চায়েত ও পৌরসভা বন্ধ থাকবে। এমনকি দোকান থেকে শুরু করে চা বাগান ও শিল্প বাণিজ্য সংস্থার কর্মীদেরও সবেতন ছুটি দেওয়া হবে। এই মর্মে শ্রম দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে।
প্রসঙ্গত বাংলায় আরজি কর কান্ডের জের এখনও বর্তমান। আর সেই আবহেই আয়োজিত হচ্ছে বিধানসভা উপনির্বাচন। তাই এই নির্বাচন শাসক দল থেকে শুরু করে বিরোধী পক্ষ উভয়ের জন্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এর আগে একুশে নির্বাচনে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি। এবারেও কি সেই ধারা বজায় থাকবে? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।