Howrah to Kolkata Airport Metro Yellow Line Update

জানুয়ারিতেই চালু হাওড়া-এয়ারপোর্ট মেট্রো? ইয়োলো লাইন নিয়ে প্রকাশ্যে বড় আপডেট

পার্থ মান্নাঃ প্রতিনিয়ত যাত্রীদের আশাপূরণে নতুন নতুন মাইলফলক অতিক্রম করে চলেছে কলকাতা মেট্রো। ২০২১ সালেও যেখানে মেট্রো মানে একটাই লাইন জানত সকলে সেখানে কয়েক বছরে একাধিক দিকে বিস্তৃত হয়েছে কলকাতা মেট্রোর শাখা-প্রশাখা। হু হু করে বাড়ছে মেট্রোর পরিষেবা। একইসাথে জোরকদমে চলেছে নতুন মেট্রো লাইনের কাজ। এরই মাঝেই হাওড়া-এয়ারপোর্ট বা ইয়োলো লাইন নিয়ে সামনে এল বড় আপডেট।

হাওড়া-এয়ারপোর্ট ইয়েলো লাইন নিয়ে বড় আপডেট

ঘোষণা হওয়ার পর থেকেই মেট্রোর ইয়োলো লাইন নিয়ে বেশ আশাবাদী সকলেই। কারণ ঘোষণা মতে একবার চালু হয়ে গেলে হাওড়া থেকে জ্যাম এড়িয়ে নিশ্চিন্তে খুব কম সময়েই সোজা এয়ারপোর্ট পৌঁছে যাওয়া যাবে। কিছুদিন আগেই ইয়োলো লাইনের কাজ পরিদর্শন করেছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। তিনি জানান, কাজের অগ্রগতিতে আমি সন্তুষ্ট। খুব শীঘ্রই মেট্রোতে চেপেই এয়ারপোর্ট যাওয়া যাবে। তবে এদিন ঠিক কবে ইয়োলো লাইনের মেট্রো চালু হবে তা নিয়ে কোনো পূর্বাভাস দেননি তিনি।

তবে সম্প্রতি নতুন আপডেট মিলেছে ইয়োলো লাইন সম্পর্কে। আশা করা হচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের শুরুতেই হয়তো মেট্রোর ইয়োলো লাইন চালু হয়ে যেতে পারে। যদি সেটা হয় তাহলে কলকাতার যে কোনো প্রান্ত থেকেই খুব সহজে এয়ারপোর্ট পৌঁছে যাওয়া যাবে। বিমানবন্দর যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা গাড়িতে বা বাসের জ্যামে আটকে থাকা একেবারে অতীত হয়ে যাবে! শুধু তাই নয়, যে টাকা বাস বা ক্যাবের পেছনে খরচ হত তার থেকে অনেক কম খরচ হবে।

২০২৫ সালেই শুরু হবে মেট্রোর ইয়োলো লাইন?

মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি জানান, আগামীবছরের মধ্যেই প্রায় ৯০ কিমি মেট্রো এক্সটেনশন করা হবে। ইতিমধ্যেই ৬০ কিমি অবধি কাজ হয়ে গিয়েছে। তাই ২০২৫ সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যেই নোয়াপাড়া থেকে বিমানবন্দরের রুট যাত্রী পরিবহনের উপযোগী করে তোলার চেষ্টা চালু রয়েছে। টেস্টিং করে সব ঠিক থাকলে নিউ গড়িয়া-দক্ষিনেশ্বরের ব্লু লাইন, হাওড়া ময়দান-এসপ্ল্যানেডের গ্রিন লাইন থেকে রুবি-নিউ গড়িয়া অরেঞ্জ লাইন দিয়ে নোয়াপাড়া হয়ে এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X